মারাদোনার অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড! আবেগঘন টুইট শাহরুখ, অভিষেক, করিনাদের
শেষবেলাতে এসেও যেন বারবার যেন দুঃস্বপ্নে ভরা রাতের মাঝেই বিশ্ববাসীকে দাঁড় করাতে চাইছে ২০২০। সিনে দুনিয়া হোক বা রাজনীতি, খেলা হোক বা সাহিত্য, করোনা সঙ্কটের মাঝেই এই বছর বিদায় নিয়েছেন বিশ্বের একাধিক দিকপাল মানুষেরা। এবার সেই তালিকায় যোগ হল ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার নামও। মারাদোনার অকাল প্রয়াণে শোকেরা ছায়া শুধুমাত্র ক্রীড়া জগতে নয়, তার রেশ এবার বলিউডেও।
|
তাবেগতাড়িত হয়ে পড়লেন কিং খান
মারাদোনার মৃত্যুতে ইতিমধ্যেই গভীর শোকপ্রকাশ করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শোক প্রকাশ করতে দেখা গেছে প্রিয়াঙ্কা, চোপড়া করিনা কাপুর খানকেও। তারপরই এদিন টুইট বার্তায় শোক প্রকাশ করেন বিশ্বকাজ জয়ের স্মৃতিচারণায় কিং খান লেখেন, "দিয়াগো মারাদোনা... দিনে দিনে তুমি ফুটবলকে আরও প্রাণবন্ত করেছো। তোমাকে ভুলব না। আশা করি তুমি গোটা বিশ্বে যেভাবে তোমার দ্যুতি ছড়িয়েছো, তেমনই স্বর্গকেও মোহিত করে রেখো নিজের জাদুতে। "
শোকপ্রকাশ রণবীর কাপুর, অভিষেক বচ্চনদের
এদিকে আবার চেলসির ভক্ত অভিষেক বচ্চন মারাদোন মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন। টুইটারে অমিতাভ পুত্র লেখেন, ‘লেজেন্ড মারাদোনার আত্মার শান্তি কামনা করি।' পাশাপাশি হ্যাশট্যাগে তিনি আরও লিখেছেন, মরাদোনাই ‘গড অব অল টাইম'। ফুটবলের রাজপুত্রের মৃত্যুতে একইসাথে শোক প্রকাশ করতে দেখা গিয়েছে, রনবীর কাপুর, করিনা কাপুর খান, অর্জুন কাপুরের মতো বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের।

ধূসর হয়ে গেল অজস্র মানুষের শৈশবের সোনালি দিন
বুধবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬০ বছর বয়সী এই তারকা ফুটবলারের। বুধবারই বুয়েনস আয়ার্সের টিগরেতে নিজের বাসভবনেই মারা যান তিনি। এদিকে সম্প্রতি মস্তিষ্কের রোগে তাঁর জটিল অস্ত্রোপচার হয়েছিল বলে জানা যায়। কিন্তু ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছুটি পেলেও অবশেষে ফের শারীরিক অবস্থার অবনতি হয় মারাদোনার। অবশেষে অগ্রাহয়নের রাতে আচমকাই স্মৃতির পাতায় আরও বেশ খানিকটা ধূলো চাপা পড়ে আবছা করে দিল পৃথিবীর অগণিত মানুষের বাল্যকাল, শৈশবের সোনালি দিন।
শেষ শ্রদ্ধা অর্জুন-করিনাদের
এদিকে মারাদোনার মৃত্যুতে করিনা কাপুর খান ইনস্টাগ্রাম স্টোরিতে মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে লেখেন- ‘রেস্ট ইন পাওয়ার'। মারাদোনার বিশ্বকাপ জয়ের মুহূর্তের সাদাকালো ছবি পোস্ট করে আবেগতাড়িত পোস্ট করতে দেখা যায় অর্জুন কাপুরকে। ইনস্টাস্টোরিতে শোকবার্তা প্রকাশ করেন ভূমি পেডেনকরও।

ভারত বনধের মাঝে ধুন্ধুমার পরিস্থিতি দিল্লি-হরিয়ানা সীমান্তে