বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ৫৯ বছর বয়সী ওয়েন্ডেল রডরিক্সের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে
বছরের শুরুতেই এবার শোকের ছায়া নেমে এল বলিউডে। বুধবার মারা গেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রডরিক্স। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় উত্তর গোয়ার কলভাল গ্রামে তাঁর নিজস্ব বাড়িতে মারা যান ওয়েন্ডেল।

আর তাঁর মৃত্যুর খবর পাওয়ার পরেই শোকের ছায়া নেমে আসতে দেখা গেল সমাজের বিভিন্ন মহলে। ইতিমধ্যেই এই ঘটনা শোনার পর ইতিমধ্যেই রাজনৈতিক ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গকে শোক প্রকাশ করতে দেখা গিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকেও ওয়েন্ডেল রডরিক্সের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। টুইটারে তাঁর প্রশংসা করে তিনি লেখেন, “ভারতের সবচেয়ে বিখ্যাত ডিজাইনারদের মধ্যে অন্যতম ওয়েন্ডেল রডরিক্সের অকাল মৃত্যুর খবরে আমি বিস্মৃত। তাঁর প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল, তাঁর আত্মা শান্তিতে থাকুক।"
পাশাপাশি আনুস্কা শর্মা থেকে শুরু করে মালাইকা অরোরা, অর্জুন রামপাল এবং নীল নিতিন মুকেশ সহ বলিউডের একাধিক সেলিব্রিটি রডরিক্সের মৃত্যুতে টুইটার ও ইন্সটাগ্রামে শোক প্রকাশ করেন।