For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৭-তে একের পর এক নক্ষত্র পতন হয় ভারতীয় চলচ্চিত্রে,শোকস্তব্ধ হয়েছে বলিউড

চলতি বছরে বলিউড যেমন দেখেছে সাফল্যের আনন্দ তেমনই , একের পর এক বলিউড অভিনেতা অভিনেত্রীদের প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়েছে । ভারতীয় চলচ্চিত্রে একের পর এক ইন্দ্রপতন হয়েছে। শোকস্তব্ধ হয়েছে চলচ্চিত্রমহল।

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরে বলিউড যেমন দেখেছে সাফল্যের আনন্দ তেমনই , একের পর এক বলিউড অভিনেতা অভিনেত্রীদের প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়েছে । ভারতীয় চলচ্চিত্রে একের পর এক ইন্দ্রপতন হয়েছে। শোকস্তব্ধ হয়েছে চলচ্চিত্রমহল।

ওম পুরী

ওম পুরী

এবছরের শুরুতেই জানুয়ারি মাসে বলিউড কে আকস্মিক শোকে ফেলে দিয়ে চিরবিদায় নেন অভিনেতা ওম পুরী। ৬৬ বছর বয়সী এই অভিনেতা আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোল ঢোলে পড়েন। ভূমিকা, আক্রোশ, মাচিস-এর মতো ছবিতে অভিনয়ের দৌলতে দাগ কেটেছেন ওম পুরী।

বিনোদ খান্না

বিনোদ খান্না

৭০ বছর বয়সে ক্যানসারে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বর্ণযুগের বলিউড তারকা অভিনেতা বিনোদ খান্না। ব্লাডার ক্যানসার নিয়ে বহু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এপ্রিলের শুরুর দিকে অসুস্থতা নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হন তিনি। কিছুদিন আগেই , অসুস্থ বিনোদ খান্নার ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

[আরও পড়ুন:কেন বিনোদ খান্নার কাছে ক্ষমা চান অমিতাভ?][আরও পড়ুন:কেন বিনোদ খান্নার কাছে ক্ষমা চান অমিতাভ?]

শশী কাপুর

শশী কাপুর

কাপুর পরিবারের অন্যতম সদস্য তথা ভারতীয় চলচ্চিত্রের অন্য়তম তারকা শশী কাপুরের জীবনাবসান হয় ডিসম্বরের ৫ তারিখ। পদ্মভূষণ, ও দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত এই তারকাকে । বয়সজনিত কারণে তাঁর মৃত্যু হল মুম্বইয়ের এক বেসরকারী হাসপাতালে। কভী কভী, দিওয়ার, ওয়াক্ত-এর মতো একাধিক নামী ছবিতে দর্শকের মনে দাগ কেটেছেন শশী কাপুর।

[আরও পড়ুন:স্মৃতিচারণায় শশীর 'বাব্বুয়া' অমিতাভ, উঠে এল তাঁদের 'হেয়ারস্টাইল' থেকে নানা অজানা ঘটনার প্রসঙ্গ][আরও পড়ুন:স্মৃতিচারণায় শশীর 'বাব্বুয়া' অমিতাভ, উঠে এল তাঁদের 'হেয়ারস্টাইল' থেকে নানা অজানা ঘটনার প্রসঙ্গ]

নীরজ ভোরা

নীরজ ভোরা

৫৪ বছর বয়সেই মৃত্যু কেড়ে নেয় পরিচালক অভিনেতা নীরজ ভোরার প্রাণ। ২০১৬ সালের অক্টোবরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন নীরজ। তারপর থেকেই অসুস্থ ছিলেন।গত দশ মাস ধরে কোমায় ছিলেন নীরজ।

রিমা লাগু

রিমা লাগু

প্রয়াত অভিনেত্রী রিমা লাগু, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাঁর প্রয়াণ হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

লেখ ট্যান্ডন

লেখ ট্যান্ডন

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার সন্ধেয় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট পরিচালক ও অভিনেতা লেখ ট্যান্ডন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। প্রোফেসর, আম্রপালি, অগর তুম না হোতে-র মত বহু হিট ছবির পরিচালনা করেছেন লেখ ট্যান্ডন।

কুন্দন শাহ

কুন্দন শাহ

২০১৭ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড পরিচালক কুন্দন শাহের প্রয়াণ ঘটে। মুম্বইয়ে নিজস্ব বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গিয়েছেন এই বলিউড পরিচালক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।

সীতারাম পাঞ্চাল

সীতারাম পাঞ্চাল

কিডনি আর ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন দীর্ঘদিন ধরে,শেষে সমস্ত লড়াই শেষ করে চলে গেলেন 'পান সিং তোমর' খ্যাত অভিনেতা সীতারাম পাঞ্চাল। ৫৪ বছর বয়সেই তাঁকে হার মানতে হল দুরারোগ্য ক্যানসারের কাছে।

ইন্দ্র কুমার

ইন্দ্র কুমার

মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত হন বলিউড অভিনেতা ইন্দ্রকুমার। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ইন্ডাস্ট্রি সূত্রের খবর বহুদিন ধরেই তিনি বহু অসুখে ভুগছিলেন। ক্রমেই অসুস্থ হতে থাকেন ইন্দ্র। এদিকে, ইন্দ্রর মৃত্যুতে শোকের ছায়া বলিউডের কলাকুশলী মহলে।

English summary
Apart from dismal box office collections and myriad controversies, 2017 was a devastating year for the Hindi film industry as iconic actors such as Om Puri, Vinod Khanna and Shashi Kapoor died, creating an irreplaceable void in Bollywood.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X