প্রয়াত 'জানে ভি দো ইয়ারো' খ্যাত বলিউড পরিচালক কুন্দন শাহ
জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড পরিচালক কুন্দন শাহ প্রয়াত হয়েছেন। মুম্বইয়ে নিজস্ব বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এদিন শনিবার ভোরে ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গিয়েছেন এই বলিউড পরিচালক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।

১৯৮৩ সালে প্রথম পরিচালিত সিনেমা 'জানে ভি দো ইয়ারো' দিয়ে বলিউড যাত্রা শুরু করেন কুন্দন শাহ। ভারতীয় সিনেমার জগতে অন্যতম সেরা সিনেমাগুলির অন্যতম এটি। পরিচালক হিসাবে প্রথম সিনেমাতেই জাতীয় পুরস্কার পান তিনি।
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও ইতিহাস তৈরি করেছেন কুন্দন শাহ। নুক্কর, ওয়াগলে কী দুনিয়ার মতো টেলি সিরিয়াল উপহার দিয়েছেন দর্শককে। পরে ফের বলিউডে ফেরেন 'কভি হা কভি না' সিনেমা দিয়ে। এই সিনেমায় অভিনয় করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।
প্রথম পরিচালক হিসাবে ১৯৯৪ সালে ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ড জেতেন কুন্দন শাহ। তাঁর সর্বশেষ সিনেমা ছিল 'পি সে পিএম তক'। তা মুক্তি পায় ২০১৪ সালে। তার আগে ২০০০ সালে কেয়া কেহনা ও ২০০২ সালে দিল হ্যায় তুমহারা পরিচালনা করেন কুন্দন শাহ।
কুন্দন শাহের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। পরিচালক থেকে সহকর্মীরা সকলেই স্যোশাল নেটওয়ার্কিং সাইটে শোকজ্ঞাপন করেছেন।