• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ছবি : রণবীর, আরাধ্যা, করিশমা, শ্রুতি..বাবা বা মায়ের সঙ্গে কী অদ্ভুত মিল

মুম্বই, ১৮ অগস্ট : মেয়েটা কী মিষ্টি দেখতে হয়েছে। একেবারে মায়ের মুখে বসানো, ছেলের নাকটা একটু যেন মায়ের মতো বাকি পুরোটাই তো বাবার মুখের আদল পেয়েছে। আত্মীয় স্বজন এলে বাড়ির খুদে সদস্যদের দেখে এমন নানা ধরনের মন্তব্য করেই থাকেন তারা। আর বাস্তবেই এমন অনেক শিশুদেরই দেখা যায় বাবা বা মায়ের সঙ্গে চেহারায় অদ্ভুত সামঞ্জস্য রয়েছে তাদের।

ঠিক তেমনই বলিউডের বহু তারকাই রয়েছেন, যাদের মা বা বাবার সঙ্গে প্রচন্ড মিল রয়েছে চেহারায়। বলা যায় যেন অনেকটা মা-বাবারই প্রতিচ্ছবি। যেমন ধরুণ রণবীর কাপুর। মা নীতু সিংয়ের চোখের সঙ্গে রণবীরের চোখের জায়গার অদ্ভুত মিল রয়েছে। তারপর ধরুন কাপুর পরিবারেরই আর এক সদস্য করিশ্মা কাপুর, বাবা রণধীর কাপুরের সঙ্গে অসামান্য মিল রয়েছে তাঁর। বা ধরুণ সারিকা ও শ্রুতি হাসান। শ্রুতি যেন একেবারে যৌবনের সারিকা। আবার দেখুন নবাব পুত্রী সোহা আলি খানের সঙ্গে কিন্তু মা শর্মিলার অভাবনীয় মিল। তবে যদি মিলই খুঁজে বার করতে হয় তাহলে তো সঞ্জয় দত্ত ও নার্গিসের কথা না বললে হবেই না। নার্গিসের মুখ যেন একেবারে ছেপে বসানো হয়েছে বলিউডের সঞ্জুবাবার মুখে।

ছবিতেই একবার দেখে নেওয়া যাক সেই সব তারকাদের সন্তানদের যাদের বাবা মায়ের সঙ্গে রয়েছে অদ্ভুৎ মিল।

আরাধ্যা বচ্চন

আরাধ্যা বচ্চন

বলিউডের কোনও ছবিতে এখনও পর্যন্ত তাকে দেখতে না পাওয়া গেলেও জন্মের পর থেকেই সেলিব্রেটি অভিষেক-ঐশ্বর্যর ছোট্ট আরাধ্যা। আরাধ্যার সঙ্গে যে মা অ্যাশের প্রচণ্ড মিল রয়েছে তা আর আলাদা করে বলে দিতে হবে না।

করিশমা কাপুর

করিশমা কাপুর

বাবা রণধীর কাপুরের সঙ্গে করিনার সেহারে মিল না থাকলেও দিদি করিশমা যে একেবারে বাপ কি বেটি।

হৃতিক রোশন

হৃতিক রোশন

যৌবনের রাকেশ রোশনের সঙ্গে ছেলে হৃতিকের মুখের অভূতপূর্ব মিল।

রণবীর কাপুর

রণবীর কাপুর

মা নীতু সিংয়ের চোখের সঙ্গে রণবীরের চোখের জায়গার অদ্ভুদ মিল রয়েছে।

সোহা আলি খান

সোহা আলি খান

মেয়ে সোহা ও ছেলে সইফের মা শর্মিলা ঠাকুরের মুখের সঙ্গে অদ্ভুদ মিল রয়েছে।

শ্রুতি হাসান

শ্রুতি হাসান

বলিউডে কমল হাসানের মেয়ে বলে বেশি পরিচিত হলেও শ্রুতি হাসানের চেহারার সঙ্গে যৌবনের সারিকার অনবদ্য মিল রয়েছে।

সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত

মা নার্গিসেরই প্রতিচ্ছবি সঞ্জয় দত্তের মুখে।

English summary
Celebrity Kids Who Resemble Their Parents
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X