(ছবি) বলিউডের এই ২৪ তারকা বিয়ে সেরেছেন চুপিসারে
বলিউড মানেই গ্ল্যামার, আধুনিকতা, বিলাসবহুল আধিক্যের ছড়াছড়ি। সঙ্গে মিডিয়া হাইপ তো রয়েইছে। [(ছবি) যে বলিউড তারকাদের দ্বিতীয় বিয়ে আলোড়ন ফেলেছিল]
যেমন ধরুন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে। সে যেন এক মহাযজ্ঞ। অতিথি তালিকায় কে কে রয়েছেন, অতিথিদের জন্য খাবারের মেনুতে কী কী রয়েছে, ঐশ্বর্যর শাড়ি কোথা থেকে আসছে, বিয়েতে যে গয়না পরেছেন তিনি তার দাম কত ইত্যাদি ইত্যাদি।

আবার ধরা যাক সুপারস্টার সলমন খানের বোন অর্পিতা খানের বিয়ের কথা। তাঁর হলদি, সঙ্গীত, মেহেন্দি, বিয়ে, রিসেপশন সব নিয়ে অত্যধিক হারে মাতামাতি। বলিউডের গ্ল্যামার বিবাহের চাকচিক্য থেকে বাদ পড়েননি শাহিদ কাপুরও। [(ছবি) বলিউড তারকাদের বিয়ের মুহূর্ত!]
কিন্তু বলিউডে এমন কিছু তারকাও রয়েছেন যাদের বিয়ে কখন হয়ে গেল কেউ জানতেও পারল না। মিডিয়ার নজর এড়িয়ে চুপিসারেই জীবনসঙ্গীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এঁরা। আসুন একঝলকে দেখে নেওয়া যাক কোন বলিউড তারকারা চুপিসারে সেরেছেন বিয়ের অনুষ্ঠান।