For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি প্রয়াত, চোখের জলে শেষ বিদায় অনুগামীদের

বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি প্রয়াত, চোখের জলে শেষ বিদায় অনুগামীদের

  • |
Google Oneindia Bengali News

চির ঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি। তার মৃত্যুতে শোকাহত বলিউড। মাত্র ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি ছিলেন চলচ্চিত্র অভিনেতা অরুণ বালি। তিনি বিরল নিউরোমাসকুলার ডিজিজ মায়াস্থেনিয়া গ্র্যাভিসে আক্রান্ত হয়েছিলেন। আর এই রোগই তাঁর প্রাণ কেড়ে নিল। গভীরভাবে শোকাহত অনুগামীরা।

বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি প্রয়াত, চোখের জলে শেষ বিদায় অনুগামীদের

কখন মারা যান অভিনেতা

নিউরোমাসকুলার ডিজিজ মায়াস্থেনিয়া গ্র্যাভিস রোগটি আসলে কি?এটি এমন একটি রোগ যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শরীরের টিস্যুর ক্ষমতা ক্রমশ কমিয়ে দেয়। 'থ্রি ইডিয়টস', 'কেদারনাথ', 'পানিপথ'-এর মতো ছবিতেও কাজ করেছেন অভিনেতা। ভোর ৪ টে ৩০ মিনিটে মারা যান অভিনেতা।

কী জানালেন অরুণ বালির বন্ধু

অভিনেতা অরুণ বালির এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নুপুর অলঙ্কার। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমার সঙ্গে ফোনে অরুণ ঠিকমতো কথা বলতে পারছিলেন না। তার কন্ঠস্বর ক্ষীন শোনাচ্ছিল। তাছাড়াও তাঁর কথায় অনেক ভুলভান্তি ছিল। এরপর আমি অরুণের ছেলে অঙ্কুশকে ফোন করি, কিন্তু ফোনে তাঁকে পাইনি। তাঁকে না পেয়ে আমি তাঁর ছেলের বন্ধু রাজীব মেননকে ফোন করেছিলাম, যিনি অঙ্কুশের সহকর্মী ছিলেন। তিনি আমাকে অঙ্কুশের অন্য ফোন নম্বর দিয়ে ছিলেন। আমি সেই নম্বরে ফোন করে অঙ্কুশকে বলি তাঁর বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তাঁর মেয়ে ইতিশ্রী পরে আমার সঙ্গে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, অরুণের নিউরোমাসকুলার ডিসঅর্ডার রয়েছে। যার কারণে তাঁর পেশী ও স্নায়ুগুলি কাজ করা বন্ধ করে দেয়।'

এই রোগের উপসর্গ কী কী

নিউরোমাসকুলার ডিজিজ মায়াস্থেনিয়া গ্র্যাভিসে আক্রান্ত হলে কী কী অসুবিধা হয়। যদি কোনও ব্যক্তি মায়াস্থেনিয়া গ্র্যাভিস রোগে আক্রান্ত হন, তবে তাঁর সমস্ত কাজ বন্ধ করা উচিত, কারণ এই সময় কাজের পেসার নিলে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। যদি সেই ব্যক্তি বিশ্রামে থাকেন, তাহলে তিনি সুস্থ হয়ে যাবেন। এই রোগের প্রধান লক্ষণগুলি হল কথা বলতে অসুবিধা, জিনিস তুলতে অসুবিধা, সিঁড়ি বেয়ে উঠতে অসুবিধা, শ্বাস নিতে অসুবিধা, চিবানো বা গিলতে অসুবিধা, ক্লান্তি এবং কণ্ঠ ভারী হওয়া।

অভিনেতার অভিনীত শেষ সিনেমা কী

অভিনেতা অরুণ বালি হিন্দি ধারাবাহিক 'কুমকুম’ এ হর্ষবর্ধন ওয়াধওয়াধা নামে অভিনয় করেছিলেন তিনি। 'দাদা সাহেবের’ ভূমিকায় অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। যার জন্য তিনি জনপ্রিয় পুরস্কার পেয়েছিলেন। তিনি একজন প্রযোজকও ছিলেন। যিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। চলতি বছরের ১১ অগাস্ট মুক্তি পেয়েছে 'লাল সিং চাড্ডা’। হলিউড রিমেকে লাল সিং চাড্ডা সিনেমায় ট্রেনে অভিনেতাকে শেষ বৃদ্ধের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। তাঁর মৃত্যুতে শোকাহত ভক্তরা। চোখের জলে শেষ বিদায় অনুগামীদের।

English summary
bollywood actor arun bali passed away do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X