For Quick Alerts
For Daily Alerts
(ছবি) ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭-র পুরো তালিকা একনজরে
৬২তম ফিল্মফেয়ার পুরস্কারে এবার রমরমা আমির খান ও আলিয়া ভাটের। সেরা অভিনেতা ও অভিনেত্রী বিভাগে এই দুজন সেরার সেরা হয়েছেন তাই নয়, তাদের অভিনীত সিনেমা দঙ্গল ও উড়তা পাঞ্জাব একাধিক পুরস্কার ছিনিয়ে নিয়েছে। সেরা সিনেমা বিবেচিত হয়েছে দঙ্গল। এদিকে সেরা সিনেমা ক্রিটিক পুরস্কার পেয়েছে সোনম কাপুরের নীরজা সিনেমাটি।
এদিকে উড়তা পাঞ্জাব সিনেমার জন্য শাহিদ কাপুর আবার সেরা অভিনেতা ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছেন। সেরা অভিনেত্রী ক্রিটিক বিভাগে যেমন সোনম কাপুর নীরজা সিনেমার জন্য সেরা হয়েছেন। একনজরে দেখে নিন ফিল্মফেয়ারে এবছর কার ঝুলিতে কোন অ্যাওয়ার্ড গেল। নিচে রইল সম্পূর্ণ তালিকা।
{photo-feature}