Oneindia থেকে ব্রেকিং নিউজের আপডেট পেতে

সারাদিন ধরে চটজলটি নিউজ আপডেট পান

You can manage them any time in browser settings

(ছবি) এই সুপারহিট সিনেমাগুলিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন করিনা কাপুর!

  • Posted By:
Subscribe to Oneindia News

সদ্য মা হয়েছেন করিনা কাপুর। ফুটফুটে তৈমুরের সঙ্গে দারুণ দিন কাটছে তাঁর। সিনেমা থেকে কিছুদিনের বিরতি নিলেও স্পটলাইট থেকে কোনওদিনই দূরে ছিলেন না তিনি। সন্তানসম্ভবা অবস্থাতেও দিব্যি বিভিন্ন পার্টি, ফ্যাশন শোয়ে সমস্ত লাইমলাইট শুষে নিয়েছেন তিনি।

বলিউডের নিষিদ্ধ ছবি যা সিনেমাপ্রেমীদের দেখা উচিত

হেমা মালিনী থেকে বিদ্যা বালান, ১৪ জন সফল তামিল যারা বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন

করিনা কাপুর কেরিয়ার শুরু করেছিলেন ২০০০ সালে অভিষেক বচ্চনের বিপরীতে রিফিউজি সিনেমায়। এই প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দিয়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এহেন করিনা বহু হিট সিনেমায় অভিনয় করলেও এমন অনেক সুপারহিট সিনেমা রয়েছে যাতে তিনি অভিনয় করতে রাজি হননি। পরে দেখা গিয়েছে সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়েছে। এরকম কোন কোন সিনেমা রয়েছে তা দেখে নিন একঝলকে।

হম দিল দে চুকে সনম

হম দিল দে চুকে সনম

অনেকেই জানেন না, সলমনের বিপরীতে এই সিনেমায় করিনাকে বেছেছিলেন সঞ্জয় লীলা বনশালী। তবে ১৯৯৯ সালের সেই সিনেমা নন্দিনীর চরিত্রের জন্য নিজেকে অনেক কমবয়সী বলে মনে হয়েছিল করিনার। তাছাড়া তিনি সেসময়ে বিদেশে পড়াশোনা করতে যাচ্ছিলেন। এই দুই কারণে 'হম দিল দে চুকে সনম'র মতো সিনেমা ছেড়ে দেন বেবো। [জেনে নিন সলমনের প্রত্যাখ্যাত কোন সিনেমা বক্সঅফিসে ঝড় তুলেছে]

কহো না পেয়ার হ্যায়

কহো না পেয়ার হ্যায়

২০০০ সালেই জেপি দত্তার রিফিউজি সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন করিনা। তবে সেবছরই রিলিজ করা কহো না পেয়ার হ্যায় সিনেমায় তাঁর অভিনয় করার কথা ছিল। তিনি হৃত্বিকের বিপরীতে অভিনয়ও করেছিলেন। তবে কয়েকদিন পরে বেরিয়ে আসেন। তাঁর মনে হয়েছিল পুরো সিনেমাতে হৃত্বিকের চরিত্রের উপরেই বেশি ফোকাস করেছেন পরিচালক রাকেশ রোশন। এই সিনেমার পরে রাতারাতি তারকা বনে যান হৃত্বিক। [কালজয়ী বলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেতারা]

কল হো না হো

কল হো না হো

প্রীতি জিন্টার চরিত্রে অভিনয় করার কথা ছিল করিনার। পরিচালক করণ জোহর নিজে সেকথা জানিয়েছেন। বলেছেন, করিনার সঙ্গে কথা হয়েছিল। শাহরুখকে যে পারিশ্রমিক দেওয়া হচ্ছিল, সেটাই দাবি করেছিল করিনা। যা দিতে রাজি না হওয়ায় করিনা চরিত্রটি করতে রাজি হননি। [জেনে নিন বলিউডের সেরা নায়কদের কার কত উচ্চতা]

ফ্যাশন

ফ্যাশন

ফ্যাশনে করিনাই ছিলেন পরিচালক মধুর ভান্ডারকরের প্রথম পছন্দ। তবে তিনি ছবিটি করতে রাজি হননি ডেট দিতে পারবেন না বলে। করিনার চরিত্রে অভিনয় করে প্রিয়াঙ্কা চোপড়া সেরা অভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কার পান। [এই সুপারহিট বলিউড ছবির প্রস্তাব ফিরিয়ে দেন ঐশ্বর্য রাই]

কুইন

কুইন

বিকাশ বহল পরিচালিত কুইন সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডে অভিনেত্রী হিসাবে এই সিনেমা কঙ্গনাকে প্রতিষ্ঠা দিয়েছে। আর এক্ষেত্রেও করিনার ছেড়ে দেওয়া সিনেমা করেই তিনি সফল হয়েছেন। [কোন বলিউড তারকা বিনা পারিশ্রমিকে কোন সিনেমায় অভিনয় করেছেন]

গোলিও কি রাসলীলা রাম-লীলা

গোলিও কি রাসলীলা রাম-লীলা

দীপিকা ও রণবীরের এই অসাধারণ রসায়নের সিনেমায় দীপিকার জায়গায় রণবীরের বিপরীতে অভিনয়ের কথা ছিল করিনার। এই বিষয়ে করিনা এক সাক্ষাৎকারে বলেন, আমার রাম-লীলা করার কথা ছিল। তবে আমি মত বদলে ফেলি। আসলে পুরোটাই আমার মুডের উপরে নির্ভর করে। [জেনে নিন বলিউড তারকাদের আসল নাম]

দিল ধড়কনে দো

দিল ধড়কনে দো

জোয়া আখতারের পরিচালনায় তৈরি দিল ধড়কনে দো সিনেমায়-ও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন করিনা। তবে তিনমাস টানা শ্যুটিংয়ের জন্য জাহাজে থাকতে হবে বলে পিছিয়ে আসেন ও জোয়াকে না বলে দেন। এই সিনেমায় অনিল কাপুর, ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিংয়ের মতো অভিনেতা ছিলেন।

চেন্নাই এক্সপ্রেস

চেন্নাই এক্সপ্রেস

রোহিত শেঠি পরিচালিত ২০১৩ সালের ব্লকবাস্টার সিনেমা চেন্নাই এক্সপ্রেসে অভিনয়ের সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছেন করিনা। পরে তার জায়গায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন ও সেইবছরের সবচেয়ে হিট সিনেমার মধ্যে একটি হল চেন্নাই এক্সপ্রেস। [সানি লিওনিকে নিয়ে এই তথ্যগুলি আপনি জানেন কি?]

English summary
Blockbuster Bollywood films that Kareena Kapoor Khan had rejected.
Please Wait while comments are loading...