For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী হয়েও কোন পথে জেলযাত্রা থেকে বাঁচতে পারতেন সলমন!

এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল সলমন খানকে কত বছরের সাজা দেওয়া হবে? এবং তার সঙ্গে প্রশ্ন, কীভাবে দোষী হয়েও জেলযাত্রা এড়িয়ে যেতে পারতেন সলমন।

  • |
Google Oneindia Bengali News

কৃষ্ণসার হরিণ হত্যা মামলার চতুর্থ মামলায় শেষপর্যন্ত দোষী সাব্যস্ত হলেন বলিউড সুপারস্টার। যোধপুর আদালতের বিচারক সলমন খানকে এই মামলায় দোষী বলে ঘোষণা করেছেন। এখন দেখার কত বছরের সাজা ঘোষণা হয় সলমনের।

কৃষ্ণসার মামলায় দোষী হয়েও কীভাবে জেলযাত্রা থেকে বাঁচবেন সলমন

[আরও পড়ুন:কৃষ্ণসার হত্যা মামলায় বাকীরা বেকসুর খালাস হলেও কেন সাজা পেলেন সলমন খান][আরও পড়ুন:কৃষ্ণসার হত্যা মামলায় বাকীরা বেকসুর খালাস হলেও কেন সাজা পেলেন সলমন খান]

এই নিয়ে মোট চারটি মামলা সলমনের বিরুদ্ধে হয়েছিল। আগের তিনটি মামলায় তিনি ছাড়া পেয়ে যান। শেষ মামলায় এসে সাজা পেলেন। অ্যানিম্যাল প্রোটেকশন অ্যাক্টের ৫১ নম্বর ধারা মেনে সমস্ত তথ্যপ্রমাণ দেখে সলমন খানকে দোষী বলে ঘোষণা হয়েছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল সলমন খানকে কত বছরের সাজা দেওয়া হবে? এবং তার সঙ্গে প্রশ্ন, কীভাবে দোষী হয়েও জেলযাত্রা এড়িয়ে যেতে পারতেন সলমন।

ঘটনা হল, এই মামলায় সলমনের পাঁচ বছরের সাজা হয়েছে। সেক্ষেত্রে তিন বছরের কম সময়ের সাজা আদালত দিলে সলমনকে জেলে যেতে হতো না। তবে সাজার মেয়াদ তার বেশি হওয়ায় একরাতের জন্য হলেও জেলে কাটাতে হবে। তবে যদি সলমনকে আদালত তিন বছরের কম সাজা দিত তাহলে আদালতেই সলমনের আইনজীবীরা জামিনের আবেদন করতে পারতেন।

সেক্ষেত্রে বিচারক জামিন দিয়ে দিলে দোষী সাব্যস্ত হয়েও জামিনে মুক্ত হয়ে সলমন বাড়ি ফিরতে পারতেন। তারপরে উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে সলমন আবেদন জানাতে পারতেন। এক্ষেত্রে সলমনকে সোজা জেলে যেতে হবে। তারপরে তার আইনজীবারা উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

English summary
Blackbuck poaching case, How convicted Salman Khan can be released in bail after verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X