For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত অভিনেতা বিনোদ খান্না , মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর

চলে গেলেন স্বর্ণযুগের অভিনেতা বিনোদ খান্না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

  • |
Google Oneindia Bengali News

চলে গেলেন স্বর্ণ যুগের অভিনেতা বিনোদ খান্না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বেশ কিছুদিন ধরে তিনি ভুগছিলেন ক্যানসারে। তাঁর প্রয়াণে শোকাহত গোটা বলিউড। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান অমিতাভ বচ্চন। মুম্বইয়ের ওরলিতে তাঁর শেষকৃত্যে, তাঁর পরিবারের পাশপাশি শেষ শ্রদ্ধা জানান বলিউড তারকারও। উপস্থিত ছিলেন ঋষি কাপুর, গুলজার, জমা বচ্চন,সঞ্জয় দত্ত সরোজ খান, সুভাষ ঘাই, ড্যানি, রঞ্জিত, জ্যাকি স্রফ,চাঙ্কি পাণ্ডে প্রমুখ।

চলে গেলেন অভিনেতা বিনোদ খান্না

ব্লাডার ক্যানসার নিয়ে বহু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এপ্রিলের শুরুর দিকে অসুস্থতা নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হন তিনি। কিছুদিন আগেই , অসুস্থ বিনোদ খান্নার ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যে ছবিতে , একসময়ে সুস্বাস্থ্যের অধিকারি বিনোদ খান্নার অসুস্থ চেহারা ধরা পড়ে। তাঁর বহু ভক্তই এই ছবি সোস্যাল সাইটে পেশ করার মনক্ষুন্ন হন।[(ছবি) অভিনেতা বিনোদ খান্নাকে নিয়ে অজানা তথ্য একনজরে]

সত্তরের দশকে বিনোদ খান্নার একের পর এক ছবি মাতিয়ে রেখেছিল বলিউডকে। ইনসাফ, চাঁদনি,দয়াবান,ইনকার, কাচ্চে ধাগে, অমর আকবার অ্যান্টনি, রাজপুত, কুরবানি, কুদরত এর মতো একের পর এক হিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন তিনি। গোটা কেরিয়ারে তিনি ১৪১ টি ছবিতে কাজ করেছেন। তাঁর সাম্প্রতিকতম ছবি শাহরুখ খান -কাজল অভিনিত 'দিলওয়ালে'। এর আগে সলমন খানের সঙ্গে 'দাবাং' ছবিতও তিনি অভিনয় করেন এই অভিনেতা। অভিনেতা ছাড়াও রাজনীতিবিদ হিসাবে পরিচিতি রয়েছে বিনোদ খান্নার। বিজেপির হয়ে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে ১৯৯৭ সালে লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি।[(ছবি) বিনোদ খান্নার সেরা ১০ ছবি যা দেখতেই হবে]

১৯৪৬ সালের ৬ অক্টোবর অবিভক্ত ভারতে , পেশওয়ারে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ব্যবসয়ী পরিবারে জন্মানো বিনোদের এক ভাই ছাড়াও ছিল তিন বোন। পরে তাঁর পরিবারের সঙ্গে তিনি চলে আসেন দিল্লিতে। এরপর মুম্বইয়ের এক কলেজ থেকে কমার্সে স্নাতক পাশ করেন তিনি। ১৯৬৮ সালে অভিনেতা সুনীল দত্তের সঙ্গে প্রথম এক ছবিতে অভিনয় করেন তিনি। এরপর ১৯৭১ সালে বিয়ে করেন গীতাঞ্জলিকে। পরে সেই বিয়ে ভেঙে গেলে ৯০ সালে বিয়ে করেন কবিতাকে। প্রয়াত এই অভিনেতার ছেলে রাহুল ও অক্ষয় খান্না বলিউডে পা রেখেছেন বহু বছর। অপর দুই সন্তান সাক্ষী ও শ্রদ্ধা খান্না অভিনয় জগত থেকে অনেক দূরে রেখেছেন নিজেদের।

English summary
binod khanna passes away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X