For Quick Alerts
For Daily Alerts
হৃতিকের ফিল্ম 'সুপার ৩০' -র মুকুটে আরও একটি পালক! বিহার সরকার নিল নয়া পদক্ষেপ
হৃতিক রোশনের 'সুপার ৩০' এর মুকুটে আরও একটি পালক। এবার এই হিট ফিল্মের জনপ্রিয়তা দেখে বিহার সরকারের তরফে নেওয়া হল এক নয়া ব্যবস্থা। বিহারে হৃতিকের এই হিট ফিল্ম এবার পেতে চলেছে কর ছাড়।

'সুপার থার্টি' ফিল্মের গল্পের সূত্রপাত বিহারের মাটি থেকেই। সেখানের গণিতবিদ আনন্দ কুমারের জীবনী নিয়েই তৈরি হয়েছে ছবিটি। আনন্দ কুমার কিভাবে নিজের জীবনের যাবতীয় সুখ বিলাস একদিকে সরিয়ে রেখে ৩০ জন দুঃস্থ পড়ুয়াকে আইআইটি জেইই-তে সুযোগ পাইয়ে দিয়েছিলেন এই গল্প তা নিয়েই। আর বিহার সরকারের এই সিদ্ধান্তের কথা আনন্দ কুমার নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, ছবিতে গণিতবিদ আনন্দ কুমারের ভূমিকায় রয়েছেন হৃতিক রোশন। আর আনন্দ কুমারের জীবনের দর্শন থেকে লড়াইয়ের যাবতীয় পর্ব তুলে ধরেছে সুপার থার্টি।