দেউলিয়া হওয়ার পর রাখী সাওয়ান্তের পাশে দাঁড়ান কোন সুপারস্টারের ভাই!
বিগবিস ১৪ তে এন্ট্রি হয়েছে রাখী সাওয়ান্তের। তিনি এই সপ্তাহের চ্যালেঞ্জার হয়ে বিগ বসে প্রবেশ করেছেন। বিগবসের মঞ্চে পা রাখার আগে রাখীকে একাধিক বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়েছে বলে খবর।

রাখী নিজেই জানিয়েছেন যে তিনি একটা সময় দেউলিয়া হয়ে গিয়েছিলেন। আর তার জেরে বহু ধরনের সমস্যায় পড়েন। তারপর সুপারস্টার সলমানের ভাই সোহেল খান রাখীর জন্য বিগবস ১৪ এর রাস্তা খুলে দেন। রাখী জানান, তাঁর কেরিয়ার আবার ঠিক করার জন্য তিনি বহু চেষ্টা করছিলেন। তবে সেভাবে সহায়তা পাচ্ছিলেন না।
এদিকে, কাজের তাগিদে তিনি বহু জায়গাতেই খোঁজ খবর চালাতে থাকেন। এশেষমেশ সাহায্য আসে সুপারস্টার সলমানের ভাই সোহেলের কাছ থেকে।এর আগে এমম পরিস্থিতিতে পড়েন রাখী।সেই সময় কাজ পেতে অমিতাভ বচ্চনি তাঁকে বহুভাবে সাহায্য করেছেন বলে তিনি জানান।এদিকে সোহেলের হাত ধরে বিগ বসে ঢুকেই তিনি কেল্লাফতে করবেন বলে মনে করা হচ্ছে।