For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী মাসেই কলকাতায় 'ভুবন মাঝি'! প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন

২০১৭ সালের ৩ মার্চ বাংলাদেশে মুক্তি পায় মুক্তি যুদ্ধ নিয়ে ছবি 'ভুবন মাঝি'। কিন্তু একাধিক সমস্যার জন্য ছবিটি মুক্তি পায়নি এপার বাংলায়।

  • |
Google Oneindia Bengali News

২০১৭ সালের ৩ মার্চ বাংলাদেশে মুক্তি পায় মুক্তি যুদ্ধ নিয়ে ছবি 'ভুবন মাঝি'। কিন্তু একাধিক সমস্যার জন্য ছবিটি মুক্তি পায়নি এপার বাংলায়। এবার পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত সেই ছবিই মুক্তি পেতে চলেছে কলকাতায়।

আগামী মাসেই কলকাতায় ভুবন মাঝি! প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন

আগামী ৩ রা অগাস্ট কলকাতায় মুক্তি পাচ্ছে 'ভুবন মাঝি'। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্মান জিতে এসে এবার কলকাতায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। গোটা ছবিতে আন্দোলন আর বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে। গল্পের সময়কাল ১৯৭০ থেকে ২০১৩ সাল। গল্পের মূল চরিত্র নহির। প্রেম থেকে থিয়েটার যাঁর ধ্যানজ্ঞান ছিল সেই নাহির একদিন হঠাৎই রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হলেন। এরপর নহির কোন পথ পেরিয়ে লক্ষ্যে পৌঁছয় সেই ঘটনা তুলে ধরেছে ছবিটি।

বাংলাদেশের মুক্তি যুদ্ধের রক্তক্ষয়ী অধ্যায় উঠে এসেছে 'ভুবন মাঝি' ছবিতে। স্বাধীনতা, সংস্কৃতি, বিদ্রোহ আর তার সঙ্গে চলতে থাকা প্রেমের পরশ। সব মিলিয়ে এক ভয়াবহ আর্থ সামাজিক পরিস্থিতিতে এক মানুষের বিপ্লবের কথা বলেছে 'ভুবন মাঝি'। ছবিতে সঙ্গীত পরিচালনা করেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আপাতত ছবির মুক্তির অপেক্ষায় কলকাতা।

English summary
Bhuban Majhi to be screened in Kolkata in 3rd August
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X