For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবিলম্বে 'ভবিষ্যতের ভূত' প্রদর্শন চালু করতে হবে, সুপ্রিম নির্দেশে অপদস্থ রাজ্য সরকার

কোনও এক ভুতুড়ে কারণে অনিক দত্ত-র সিনেমা ভবিষ্যতের ভূত-এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা জুড়ে।

  • |
Google Oneindia Bengali News

কোনও এক ভুতুড়ে কারণে অনিক দত্ত-র সিনেমা ভবিষ্যতের ভূত-এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা জুড়ে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিনেমার প্রযোজকেরা। এদিন আদালত নির্দেশ দিয়েছে, অবিলম্বে সিনেমার প্রদর্শন চালু করতে হবে। রাজ্য পুলিশের ডিজিপিকে এই বিষয়ে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। হল যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করতে হবে এবং নিরাপত্তার দায়িত্ব রাজ্য প্রশাসনকে নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

অবিলম্বে ভবিষ্যতের ভূত প্রদর্শন চালু করতে হবে

গত ফেব্রুয়ারিতে ভবিষ্যতের ভূত সিনেমাটি হলে চলতে শুরু করলে পুলিশ এসে তার প্রদর্শন বন্ধ করে দেয়। যা নিয়ে গোটা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। সিনেমার কলা-কুশলী থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষ এসে প্রতিবাদে শামিল হন।

সাধারণত সিনেমা মুক্তি পাওয়ার পর প্রথম দুই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ থাকে। এক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাওয়ায় হল পেতে সমস্যা হবে। এই আশঙ্কার কথা আদালতে জানানো হয়েছিল। সিনেমা মুক্তির পর একদিনের মধ্যেই সিনেমাটি হল থেকে তুলে নেওয়া হয়। অথচ সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাওয়ার পরই হলে সিনেমাটি মুক্তি পেয়েছিল। সেকথা আদালতে জানানো হয়েছে।

[আরও পড়ুন: ইভিএম নিয়ে ২১ দলের আর্জি সুপ্রিম কোর্টে, কমিশনকে কী নির্দেশ আদালতের][আরও পড়ুন: ইভিএম নিয়ে ২১ দলের আর্জি সুপ্রিম কোর্টে, কমিশনকে কী নির্দেশ আদালতের]

রাজ্য সরকারের তরফে এদিন বলা হয় যে সিনেমায় 'পলিটিক্যাল স্যাটায়ার' রয়েছে। ফলে ভোটের আগে এই সিনেমা দেখালে অসুবিধা হতে পারে। তবে এদিন বিচারপতি চন্দ্রচূড় সেসমস্ত বিষয়কে পাত্তা না দিয়ে সিনেমার প্রযোজকদের পক্ষে রায় শুনিয়েছেন।

English summary
Bhobishyoter Bhoot shall be released in all theatres of Bengal, rules Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X