For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভবিষ্যতের ভূত' মামলায় আইনি নির্দেশে শেষমেশ হল মালিকদের চিঠি পাঠাচ্ছে রাজ্য

শেষমেশ ব্যাকফুটে গিয়ে 'ভবিষ্যতের ভূত' ফিল্মের প্রদর্শনে আপত্তি নেই বলে জানিয়ে দিতে চলেছে রাজ্য।

  • |
Google Oneindia Bengali News

শেষমেশ ব্যাকফুটে গিয়ে 'ভবিষ্যতের ভূত' ফিল্মের প্রদর্শনে আপত্তি নেই বলে জানিয়ে দিতে চলেছে রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ছবি গোটা রাজ্যে প্রদর্শন করার কথা জানিয়ে হলগুলিকে চিঠি দিতে চলেছে মমতা প্রশাসন।

ভবিষ্যতের ভূত মামলায় আইনি নির্দেশে শেষমেশ হল মালিকদের চিঠি পাঠাচ্ছে রাজ্য

'ভবিষ্যতের ভূত' ছবির প্রদর্শনে সরকারের কোনও আপত্তি থাকছে না, এই মর্মে এবার রাজ্যের ৪৮ জন হল মালিকটে চিঠি পাঠানো হচ্ছে স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির তরফে। নবান্ন সূত্রে এমনই তথ্য মিলেছে। বৃহস্পতিবার এই চিঠি রাজ্যের সমস্ত হল মালিককে চিঠি পাঠানোর কাজ শুরু হয়।

[আরও পড়ুন: শাহরুখের বাড়িতে 'আমন্ত্রিত' আমির কেন টিফিন নিয়ে গিয়েছিলেন! দেখুন ভিডিও ][আরও পড়ুন: শাহরুখের বাড়িতে 'আমন্ত্রিত' আমির কেন টিফিন নিয়ে গিয়েছিলেন! দেখুন ভিডিও ]

চিঠিতে দুটি বিষয় স্পষ্ট করে উল্লেখ করা থাকবে বলে জানা গিয়েছে। তারমধ্যে একটি বক্তব্য, রাজ্যসরকার কোনওভাবেই 'ভবিষ্যতের ভূত' সিনেমাটির প্রদর্শন বন্ধ করার নির্দেশ দেয়নি। ছবি হল-গুলিতে দেখানো হলে রাজ্যসরকারের কোনও আপত্তি নেই। এছাড়াও দ্বিতীয়ত, এই ছবি প্রর্শনের সময় দর্শকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য প্রশাসনের। প্রসঙ্গত, এর আগে রাজ্যের একাধিক হল থেকে রাতারাতি সরিয়ে দেওয়া হয় অনীক দত্ত পরিচালিত এই ছবি। প্রশ্ন ওঠে কলকাতা চলচ্চিত্র উৎসবের সময় পরিচালকের সরকার বিরোধী মন্তব্যের জন্যই কী এমনটা হল? এরপর সৌমিত্র চট্টোপাধ্যায় সহ একাধিক চলচ্চিত্র অভিনো পথে নেমে বিষয়টি প্রতিবাদ জানান।নির্মাতারা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টেরষ। কোর্টের আইনি নির্দেশেই শেষমেশ শুরু হতে চলেছে ছবির প্রর্দশন।

[আরও পড়ুন: এপ্রিলেই বিয়ে অর্জুন-মালাইকার! কোনদিন সাত পাকে বাঁধা পড়ছেন তাঁরা, নিমন্ত্রিতের তালিকায় কে ][আরও পড়ুন: এপ্রিলেই বিয়ে অর্জুন-মালাইকার! কোনদিন সাত পাকে বাঁধা পড়ছেন তাঁরা, নিমন্ত্রিতের তালিকায় কে ]

English summary
Bhooter Bhabishyat controversy, state government sends letter .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X