For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্কার ২০১৮-এর বিশেষ কিছু ঘটনা বন্দি হল লেন্সে, দেখুন ফটো অ্যালবাম

৯০ তম অস্কারের মঞ্চে তারকাদের সমাহার যেমন ছিল দেখবার মতো, তেমনই বিভিন্ন মুহুর্তের জন্য় এবছরের অস্কারের মঞ্চ স্মরণীয় হয়ে থাকবে।

  • |
Google Oneindia Bengali News

৯০ তম অস্কারের মঞ্চে তারকাদের সমাহার যেমন ছিল দেখবার মতো, তেমনই বিভিন্ন মুহুর্তের জন্য় এবছরের অস্কারের মঞ্চ স্মরণীয় হয়ে থাকবে। কিছু ঘটনা,কিছু বক্তব্য, কিছু মজাদার দৃশ্য সব মিলিয়ে ২০১৮ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ দেখল বেশ কিছু অবিস্মরণীয় কিছু ঘটনা।

[আরও পড়ুন:অস্কারের মঞ্চে শশী-শ্রী-কে শ্রদ্ধাঞ্জলি ,বিশ্বমঞ্চে বন্দিত দুই ভারতীয়][আরও পড়ুন:অস্কারের মঞ্চে শশী-শ্রী-কে শ্রদ্ধাঞ্জলি ,বিশ্বমঞ্চে বন্দিত দুই ভারতীয়]

ফ্রান্সেস ডোরম্যান্ডের বক্তব্য

'থ্রি বিলবোর্ডস আউটসাইড এব্বিং মিসৌরি' ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান পান ফ্রান্সেস ডোরম্যান্ড। পুরস্কার নিতে উঠে এদিন অভিনেত্রী প্রথমেই বলেন, 'অমি দি পড়ে যাই, তাহলে আমাকে তুলে উঠিও, কারণ আমার অনেক কিছু বলার রয়েছে।' এরপরই তাংর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলতে শুরু করেন তাঁর বক্তব্য।

পশুপ্রাণীদের ধন্যবাদ জ্ঞাপন

পশুপ্রাণীদের ধন্যবাদ জ্ঞাপন

এদিন 'ডার্কেস্ট আওয়ার' ছবির জন্য সেরা মেক আপ ও হেয়ার স্টাইলিং এর পুরস্কারের অন্যতম অধিকার হন কাজুরিও সুঝি। নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি , গ্য়ারি ওল্ড ম্য়ানকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি তাঁর পোষা বেড়ালকেও ধন্যবাদ জানান! এছাড়াও অ্যালিসন জেনিও এদিন ধন্যবাদ জানান তাঁর ছবির গোটা টিম ও একটি পাখিকে! দুটি ঘটনাই ২০১৮ সালের অস্কারের তাজ্জব কার ঘটনা।

জেনিফার লরেন্সের কাণ্ড

জেনিফার লরেন্সের কাণ্ড

অভিনেত্রী জেনিফার লরেন্স এদিন এক হাতে ওয়াইনের গ্লাস নিয়ে অন্য হাতে গাউন অকটু তুলে আজব ভাবে ধরা দেন নিজেকে। ২০১৮ সালের অস্কারে জেনিফার লরেন্স একটি অন্যতম খবর হয়ে ওঠেন।

নিকোল কিডম্যান

নিকোল কিডম্যান

অস্কারের রেড কার্পেটে নীল গাউনে মাতিয়ে দিয়েছিলেন অভিনেত্রী নিকোল কিডম্যান। অনেকটা সাবেকী ধরনের গাউন হলেও তাঁর ফ্যাশন ভাবনার তারিফ অনেকেই করেছেন।

গেট আউট!

গেট আউট!

'গেট আউট' ছবির জন্য জিম্মি কিম্মেল এদিন পুরস্কার মঞ্চের সঞ্চালনায় এদিন 'গোট আউট' শব্দটি নিয়ে মজা করে কটাক্ষ করেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। এছা়ডাও এই কমেডিয়ান মজার ছলে বলেন, ' অস্কার এদিন ৯০ বছরের হল, তাই সম্ভবত এতক্ষণে সে বাড়িতে বসে ফক্স নিউজ দেখছে!'

English summary
Best Moments of Oscars 2018, Here Are some rare pictures of the night .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X