For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজো ঘিরে সেরা কিছু বিজ্ঞাপন যা উস্কে দেয় বাঙালি আবেগকে

কাশ, শিউলি আর মিঠে রোদ্দুরের সঙ্গে টেলিভিশনের পর্দায় পুজো নিয়ে নিত্য নতুন বিজ্ঞাপনও জানান দিতে শুরু করে উৎসবে মেতে ওঠার সময় এসে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরে ক্যালেন্ডার হাতে এলেই একবার অন্তত দূর্গা পুজোর তারিখগুলোয় চোখ বুলিয়ে নেন সমস্ত বাঙালি। বাঙালির ক্যালেন্ডার দেখার এটাই চিরন্তন অভ্যেস! সারা বছরে এই ৪ টে দিনের জন্য়ইতো অপেক্ষা থাকে। প্রতি বছরের এই উৎসবের উন্মাদনা নতুন করে মিশে যায় বাঙালির চাওয়া পাওয়ার হিসাব। এক কথায় ,সারা বছরের ক্লান্তি ঝেড়ে 'নতুন'কে আঁকড়ে ধরতে চাওয়াই এই উৎসবের আরেক মাহাত্ম্য।

দুর্গাপুজো ঘিরে সেরা কিছু বিজ্ঞাপন, যা উস্কে দেয় বাঙালি আবেগকে

বদলে যাওয়া সময় , সংস্কৃতির সঙ্গে বদলেছে পুজোকে ঘিরে বাঙালির উন্মাদনা ,আবেগের ধরণও। কাশ, শিউলি আর মিঠে রোদ্দুরের সঙ্গে টেলিভিশনের পর্দায় পুজো নিয়ে নিত্য নতুন বিজ্ঞাপনও জানান দিতে শুরু করে উৎসবে মেতে ওঠার সময় এসে গিয়েছে। অনেকেই বলে থাকেন এটা বাঙালি আবেগকে ঘিরে 'মার্কেটিং' -এর সমীকরণ মাত্র। তবে আবেগ প্রবণ বাঙালির কাছে পুজোকে ঘিরে সমস্তকিছুটাই 'পাওনা' একনজরে দেখে নেওয়া যাক। পুজোকে কেন্দ্র করে কিছু স্মরণীয় বিজ্ঞাপন, যা আজও বাঙালির নস্টালজিয়ার একটা বড় দিক।

"আশ্বিনের শারদপ্রাতে...."

'পুজো আসছে', এই ব্যাপারটার মধ্যে যে উন্মাদনা থাকে, তা বাঙালি ছাড়া কেউ বুঝতে পারে না। পুজোর চেয়েও ঢের বেশি দামী 'পুজো আসা'-র অপেক্ষা। আর বাঙালির সেই অপেক্ষা ঘিরে নানা আবেগকে তুলে ধরেছে ব্রিটানিয়া মারি গোল্ডের এই বিজ্ঞাপন।

"এই প্রাণ ঢালা উৎসবে বার বার... "

এক বনেদী বাড়ির দালানে পুজোকে ঘিরে একত্রিত গোটা একটা পরিবার, বন্ধুবান্ধব। এটাই তো বাঙালির দুর্গাপুজোর চেনা ছবি। সেই ছবিকেই বিজ্ঞাপনে বছর খানেক আগে তুলে ধরেছিল নারকেল তেলের ব্র্যান্ড 'শালিমার'। বিজ্ঞাপনে জনপ্রিয় বাঙালি গায়ক গায়িকাদের সঙ্গে দেখা গিয়েছে বাচিক শিল্পী ব্রতীত বন্দ্যোপাধ্যায়কেও। এই বিজ্ঞাপনের অন্যতম আকর্ষণ, বিজ্ঞাপনটির গান। ইউটিউবে এই বিজ্ঞাপনের 'কমেন্ট' বিভাগ দেখলেই বোঝা যায়, বাঙালির পুজো আবেগকে কতটা উস্কে দেয় এই বিজ্ঞাপনটি।

"এবার জমবে মজা"!

এক পুরনো বাঙালি বনেদী পরিবারে পুজো প্রায় বন্ধ হওয়ার মুখে। কিন্তু নতুন প্রজন্ম কিছুতেই পুজো বন্ধ হতে দেবে না। এই ঘটনাকে মূল উপজীব্য করে তৈরি হয় থামস আপ-এর বিজ্ঞাপন। বিজ্ঞাপনের অন্যতম আকর্ষণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বাঙালির নতুন প্রজন্ম যতই আধুনিক হোক না কেন, দুর্গাপুজোর উন্মাদনা বাঙালি DNA-তে আজও একই রকমের, তা ধরা পড়েছে এই বিজ্ঞাপনে।

"সপ্তমীতে প্রথম দেখা ..."

পুজোর ৪ টা দিন মজা আনন্দের মধ্যে অন্যতম আকর্ষণ 'পুজোর প্রেম'। প্রেমে পড়া বা প্রেম জমার পক্ষে দূর্গাপুজোর মরশুম একেবারে খাসা! এটাই বাঙালির চিরন্তন বিশ্বাস। আর সেই বিশ্বাসকেই তুলে ধরেছে কোকাকোলার এই বিজ্ঞাপন। নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে এই বিজ্ঞাপনের আকর্ষণ কতটা তা পুজোর মরশুমে সোশ্যাল মিডিয়ায় এর শেয়ার দেখলেই বোঝা যায়।

"টাকডুমাডুম"

কলকাতা নাইরাইডার্স-এর ক্রিকেটারদের সঙ্গে টলিউড স্টার দেব শুভশ্রীর ভিভেল সাবানের বিজ্ঞাপন বেশ জনপ্রিয় হয় সেই সময়ে। বিশেষত বিজ্ঞাপনের গানটিও ছিল এই ভিডিও-র অন্যতম আকর্ষণ।

English summary
Best durga puja advertisment in television
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X