For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যিশু-আবিরদের দাপট অব্যাহত টলিউডে! ২০১৮-এ জনপ্রিয়তার শিখরে কোন ছবিগুলি

২০১৮ সাল 'দৃষ্টিকোণ' বদলে দিয়েছে বাংলা ছবির! এমন মতামত অনেকেরই। দেব, জিৎ বা প্রসেনজিৎ নন, বরং গোটা বছর জুড়ে দাপট দেখিয়েছেন আবির থেকে যিশু সেনগুপ্ত।

  • |
Google Oneindia Bengali News

২০১৮ সাল 'দৃষ্টিকোণ' বদলে দিয়েছে বাংলা ছবির! এমন মতামত অনেকেরই। দেব, জিৎ বা প্রসেনজিৎ নন, বরং গোটা বছর জুড়ে দাপট দেখিয়েছেন আবির থেকে যিশু সেনগুপ্তরা। চিত্রটা অনেকটা বলিউডের মতোই। বলিউডে একর পর এক 'খান' -এর ছবি মুখ থুবড়ে পড়েছে ২০১৮ সালে সেখানে বাংলা চলচ্চিত্রেও কার্যত ছবিটা একই! যিশু আবিরদের মত তারকারাই জমিয়ে দিয়েছেন ২০১৮ সালে টলিউডের বক্স অফিস।

এক যে ছিল রাজা

এক যে ছিল রাজা

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত যিশু সেনগুপ্ত, জয়া আহসান অভিনীত এই ছবি ২০১৮ সালে বক্স অফিসের পাশাপাশি, গল্পের উপস্থাপনাতেও মন জয় করে নিয়েছে দর্শকদের। যদিও ছবির গল্প ও ইতিহাস নিয়ে বিতর্কের দিকও তৈরি হয়েছিল 'এক যে ছিল রাজা'কে নিয়ে। বাংলাদেশের ভাওয়াল সন্ন্যাসী ও তাঁকে ঘিরে ইতিহাস নিয়েই এই ছবি।

হামি

হামি

স্কুলে পড়ুয়াদের যৌন নির্যাতনের শিকারকে কেন্দ্র করে বছরের প্রথম থেকেই একাধির ঘটনা প্রকাশ্যে আসে। সেই প্রেক্ষাপটকে তুলে ধরেই শিবপ্রসাদ -নন্দিতা পরিচালক জুটির ছবি 'হামি'। মুক্তির প্রথম সপ্তাহ থেকেই এই ছবি কার্যত ব্লকবাস্টারের তালিকায় নাম লেখানোর পথে এগিয়ে যায়।

উমা

উমা

কানাডার ইভানের জীবনের সত্যি ঘটনাকে অবলম্বন করে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'উমা'। এক শিশুর মনের শেষ ইচ্ছা আর কলকাতায় অকাল দুর্গাপুজোর ঘটনাকে ঘিরে হৃদয়স্পর্শী এই ছবি। বক্স অফিসে 'উমা' ও বেশ সাড়া পেলে দেয় এই বছর।

দৃষ্টিকোণ

দৃষ্টিকোণ

ফের একবার অনস্ক্রিন প্রসেনজিৎ , ঋতুপর্ণা জুটিস সৌজন্যে কৌশিক গঙ্গোপাধ্যায়। 'দৃষ্টিকোণ' ছবিটি মুক্তি পেতেই তা প্রথম সপ্তাহ থেকেই বক্স অফিস বিজয়ের পথে এগোতে শুরু করে। দুর্নীতি থেকে প্রেম, সমস্ত কিছুর আবহে একটি রহস্য উন্মোচন করেছে ছবিটি। ২০১৮ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 'কিশোর কুমার জুনিয়ার' সেভাবে বক্স অফিসে মাত করতে না পরলেও, স্টারডম ধরে রাখতে সাহায্য করেছে ' দৃষ্টিকোণ'।

গুপ্তধনের সন্ধানে

গুপ্তধনের সন্ধানে

টানটান গল্প, আর সাবলীল অভিনয়, এই ইউএসপি-তে ভর করেই ধ্রুব বন্দ্য়োপাধ্যায় পরিচালিত ও আবির-অর্জুন অভিনীত ছবি 'গুপ্তধনের সন্ধানে', দর্শন মন জয় করেছে। ২০১৮ সালের অন্যতম উল্লেখযোগ্য ছবি 'গুপ্তধনের সন্ধানে' ।

আহারে মন

আহারে মন

দর্শক মনের অতল স্পর্শ করার মাপকাঠিতে ২০১৮ সালে অনেকটা এগিয়ে প্রতীম দাশগুপ্তের ছবি 'আহারে মন'। মাল্টিস্টারকাস্টের এই ছবি বিভিন্ন জীবনকে এক সূত্রে গেঁথে তাঁদের মনের কথা শুনিয়েছেন দর্শককে। যে মনের কথা দর্শক মনের সঙ্গেও কোথাও মিশে গিয়েছে।

English summary
Best Bengali Movies Of 2018,here is a year ender roudup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X