For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঙালি দর্শকদের খোলস ছেড়ে বেরতে হবে, বাংলা সিনেমা প্রসঙ্গে অকপট পরমব্রত

Google Oneindia Bengali News

‌বাংলা সিনেমা ক্রমে কোণঠাসা হচ্ছে?‌ ক্রমেই কি হারিয়ে যাচ্ছে বাংলা সিনেমার দর্শকরা?‌ এ প্রসঙ্গে এবার মুখ খুললেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনেতা জানান যে বাংলা সিনেমার দৃশ্যপট এখনই বদলে ফেলা উচিত। পরমব্রত মনে করেন বাংলা সিনেমা দেখার দর্শকের ব্যাপক ঘাটতি রয়েছে এবং তা খোদ দর্শকদের কারণেই। পরমব্রত আরও জানিয়েছেন যে স্থানীয় অভিনেতারা তাঁদের মাতৃভাষার প্রভাবে ভুক্তভোগী।

বাংলা সিনেমা প্রসঙ্গে অকপট পরমব্রত

এখানে উল্লেখ্য পরমব্রত হলেন খ্যাতনামা চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের নাতি। অভিনেতা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয় দিয়ে সমৃদ্ধ করার পর তিনি বিদ্যা বালানের সঙ্গে '‌কাহানি'‌তে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন। এই সিনেমাটি ২০১২ সালে মুক্তি পায়। অভিনয়ের পাশাপাশি পরমব্রত ২০১১ সালে বাংলা সিনেমা জিও কাকা-এর মাধ্যমে পরিচালনার কাজেও হান পাকান। এক সাক্ষাৎকারে টলিউড বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাচ্ছে না এ প্রসঙ্গে পরমব্রত বলেন, '‌এ বিষয়ে সত্যিই আমাদের দুর্দশা চোখে পড়ে এবং আমরা এটা মোকাবিলা করার চেষ্টা করছি। আমরা সংবেদনশীল সিনেমা তৈরির জন্য পরিচিত কিন্তু আমার মনে হয় ২০১০, ২০১১ এবং ২০১২ সালে বাংলা সিনেমায় যে ধরনের নবজাগরণ হয়েছে, এতদিনে আমাদের কিছুটা হলেও বিস্তৃত হওয়া উচিত ছিল, দেশের আরও বেশি দর্শকদের কাছে পৌঁছানো উচিত ছিল।'‌

পরমব্রত আরও বলেন, '‌বাঙালি দর্শকদেরও কিছুটা উদার হয়ে এই সিনেমাগুলিকে গ্রহণ করা উচিত এবং নতুন সিনেমাগুলিকেও দুই বাহুতে স্বাগত জানানো দরকার। আমি মনে করি না আমরা বাঙালি প্রবাসীদের ধরে রাখতে পেরেছি। আমরা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের জাতি। আমদের কিছু সংস্কৃতিতে ভর্তি ব্যাগ রয়েছে আর যদি দর্শকরা সেই সিনেমাগুলিকে গ্রহণ না করে তবে এই যুগের সিনেমাগুলিও তাঁরা গ্রহণ করবে না। বাঙালি দর্শক একজন বিচক্ষণ দর্শক হতে চায় যাঁরা নিজেদের নতুন সিনেমা দেখা থেকে বিরত রাখতে চায়। তবে বাঙালি দর্শকদের নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে এবং নির্মাতাদেরও বৃহৎ দর্শকদের কথা মাথায় রাখতে হবে।'‌

সুস্মিতা সেনের সঙ্গে ডেট, মলদ্বীপে ভেকেশন, টুইটারে প্রেমের কথা ঘোষণা করলেন ললিত মোদীসুস্মিতা সেনের সঙ্গে ডেট, মলদ্বীপে ভেকেশন, টুইটারে প্রেমের কথা ঘোষণা করলেন ললিত মোদী

ওই সাক্ষাৎকারে পরমব্রত স্বীকার করেন যে বাঙালি অভিনেতারা মাতৃভাষার প্রভাবে ভুক্তভোগী তবে তিনি দৃঢ়ভাবে এও জানিয়েছেন যে এটা ক্ষতিকর নয়। অনুষ্কা শর্মার আগামী ছবি '‌চাকদা এক্সপ্রেস'‌-এ দেখা যাবে অনুষ্কা শর্মাকে।

English summary
Recently, Parambrata Chattopadhyay shared his thoughts about Bengali cinema
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X