For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি এবার টালিগঞ্জ পাড়ায় থাবা বসাচ্ছে ! প্রদীপ ধরের পদ্মশিবিরে যোগদানে কোন ইঙ্গিত

বাংলার লোকসভা ভোটে তৃণমূলের স্বপ্নের ৪২ -এ ৪২ এ থাবা বসিয়ে সেখানে থেকে ১৮ টিআসন কেড়ে নিয়েছে বিজেপি। এরপর থেকেই রাজ্যজুড়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ যেন আরও মাথাচাড়া দিয়ে উঠেছে।

  • |
Google Oneindia Bengali News

বাংলার লোকসভা ভোটে তৃণমূলের স্বপ্নের ৪২ -এ ৪২ এ থাবা বসিয়ে সেখানে থেকে ১৮ টিআসন কেড়ে নিয়েছে বিজেপি। এরপর থেকেই রাজ্যজুড়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ যেন আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। ভোটের আগে এবং ভোটের পরে, দু'টি ক্ষেত্রেই তৃণমূল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দানের হিড়িক চোখে পড়েছে। এবার টালিগঞ্জের আরও এক অভিনেতা যোগ দিলেন বিজেপিতে।

বিজেপি এবার টালিগঞ্জ পাড়ায় থাবা বসাতে চলেছে ! প্রদীপ ধরের পদ্মশিবিরে যোগদানে কোন ইঙ্গিত

এদিন মুকুল রায়ের উপস্থিতিতে কলকাতায় বিজেপিতে যোগ দেন অভিনেতা প্রদীপ ধর। তাঁর যোগদানের সঙ্গে সঙ্গেই মুকুল রায় উস্কে দিয়েছেন আরও এক প্রসঙ্গ। টলিউডে দিনের পর দিন শিল্পী ও টেকনিশিয়ানদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে যে অসন্তোষ দানা বেঁধেছে, তা ঘিরেই এবার প্রদীপ ধরের নেতৃত্বে নতুন সংগঠন শুরু করতে চলেছে বিজেপি। ফলে টালিগঞ্জ পাড়ায় তৃণমূল নেতৃত্বের যে প্রচ্ছন্ন দাপট এতদিন ছিল, তা সম্ভবত ভাঙা হতে পারে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

কয়েকদিন আগেই , প্রযোজনা সংস্থা দাগ সি মিডিয়ার সঙ্গে রীতিমতো সম্মুখ সমরে নামতে দেখা যায় আর্টিস্ট ফোরমকে। কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক নিয়ে গর্জে ওঠেন প্রসেন জিৎ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা। এরপরই ূকে.া মেটানোর বিষয়ে সচেষ্ট হন শাসকতদলের একাশংশ। ঘটনা ঘিরে একটা সময়ে নাম উঠে আসে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের। তবে বরফ সেভাবে গলেনি! ফলে এখন অপেক্ষা টলি পাড়ায় বিজেপির পতাকা কতটা ওড়াতে পারে প্রধীপ ধরের নেতৃত্বাধীন নতুন সংগঠন।

English summary
BJP enters in Bengali Film industry,Bengali TV actor Pradip Dhar joins BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X