For Quick Alerts
For Daily Alerts
প্রয়াত নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়
প্রয়াত নাট্যব্যক্তিত্ব উষা গঙ্গোপাধ্যায়। সাউথ সিটির কাছে একটি বাড়িতে তিনি একাই থাকতেন। এদিন সকালে তাঁর বাড়ির পরিচারিকা এসে দেখেন তাঁর নশ্বর দেহ। এরপরই চিকিৎসককে খবর দেওয়া হলে, তিনি জানান জনপ্রিয় এই ব্যক্তিত্বের প্রয়াণ হয়েছে।

তবে পরিচারিকা তাঁর বাড়িতে ঢুকতেই দেখেন দরজা খোলা। ফলে কীভাবে উষা গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়েছে তা নিয়ে সংশয় রয়েছে। তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বাংলার বাইরে জন্ম হলেও সত্তরের দশকে কলকাতার থিয়েটারি হিন্দি নাটকের প্রসারতায় অংশ নেনে উষা গঙ্গোপাধ্যায়। 'কোর্ট মার্শাল', 'মহাভোজ', 'রুদালি'র মতো একাধিক নামী নাটক আসে উষা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে।
আজ উষা দেবীর প্রয়াণে শোকের ছায়া শিল্পী মহলে। বাংলার থিয়েটার শিল্পীরা রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছেন এই আচমকা মৃত্যু সংবাদে।