For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা সিরিয়ালের সম্প্রচার আজ থেকে বন্ধ! বিপাকে বহু চ্যানেল কর্তৃপক্ষ

মিলল না সমাধান সূত্র। প্রযোজক ও আর্টিস্ট ফোরামে মধ্যে বিবাদ এখনও পর্যন্ত মেটেনি। রবিবার দু'পক্ষের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র।

  • |
Google Oneindia Bengali News

মিলল না সমাধান সূত্র। প্রযোজক ও আর্টিস্ট ফোরামে মধ্যে বিবাদ এখনও পর্যন্ত মেটেনি। রবিবার দু'পক্ষের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। আর তার জেরেই এদিন সমস্ত বাংলা সিরিয়ালের সম্প্রচার বন্ধ থাকছে। অন্তত সূত্রের দাবি এমনটাই। তবে সোমবারও রয়েছে আরও একটি বৈঠক। সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে প্রযোজক ও আর্টিস্ট ফোরামের সকলে।

বাংলা সিরিয়ালের সম্প্রচার আজ থেকে বন্ধ! বিপাকে বহু চ্যানেল কর্তৃপক্ষ

রবিবাসরীয় বৈঠকেও উঠে আসেনি সমাধান সূত্র। অগত্যা বাংলা সিরিয়াল প্রেমীদের জন্য আজ রয়েছে খারাপ খবর। এদিন বন্ধ খাকছে সমস্ত বাংলা সিরিয়ালের সম্প্রচার। উল্লেখ্য, কাজ করার পর বকেয়া টাকা মিলছে না বলে অভিযোগ তুলেছিলেন শিল্পীরা। শিল্পীদের অভিযোগ, প্রতি মাসে যে পাওনা টাকা পাওয়ার কথা , সেই টাকার অঙ্কে এখনও পরপর পাঁচটি ইনস্টলমেন্টের টাকা বাকি রয়েছে ।বহুবার এনিয়ে সরব হয়েছেন শিল্পীরা। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এরপর আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শিল্পীদের বলা হয়, টাকা না পেলে শ্যুটিং ফ্লোরে পৌঁছলেও যেন শট না দেওয়াহয়। আর শনিবার এনটাই করা হয়। ফলে ভারতলক্ষ্মী থেকে ইন্দ্রপুরী স্টুডিও বন্ধ ছিল রবিবার। এনিয়ে রবিবার প্রযোজনা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও মেলেনি কোনও সমাধান সূত্র।

প্রসঙ্গত, বাংলা সিরিয়ালে খুব বেশ পর্ব একসঙ্গে শ্যুটিং করা হয়না। তিন থেকে চারদিনের পর্বই হাতে থাকে। তবে গ দুদিন ধরে শ্যুটিং বন্ধ হওয়ায় চ্যানেল কর্তৃপক্ষ বিপাকে পড়েছে। এদিন দুপুরের দিকে প্রযোজক ও আর্টিস্ট ফোরামের আরও একটি বৈঠক হওয়ার কথা। সেখানে সমাধান সূত্র না বেরলে, চরম বিপাকে পড়বে চ্যানেলগুলি। এদিকে, 'বাজলো তোমার আলোর বেণু','ভূমিকন্যা'-র মত সিরিয়ালের বেশ কয়েকটি পর্ব হাতে রয়েছে সংশ্লিষ্ট চ্যানেলের। তাই এই দুটি সিরিয়াল আপাতত দেখা যাবে।

English summary
Bengali tele serials in crisis, bangla tele serial. Bengali tele serial not to be transmitted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X