For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা সিরিয়াল ঘিরে জট তুঙ্গে, পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রীরা

সমাধান সূত্র এখনও অধরা। প্রযোজক ও আর্টিস্ট ফোরামের মধ্যে জট এখনও কাটেনি। পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে কোনও ত্রুটি রাকা হয়নি বলে সোমবারই জানায় আর্টিস্ট ফোরাম।

  • |
Google Oneindia Bengali News

সমাধান সূত্র এখনও অধরা। প্রযোজক ও আর্টিস্ট ফোরামের মধ্যে জট এখনও কাটেনি। পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে কোনও ত্রুটি রাকা হয়নি বলে সোমবারই জানায় আর্টিস্ট ফোরাম। ফোরামের তরফে সাংবাদিক সম্মেলন করে একাধিক বিষয় তুলে ধরেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, জিৎ , অপরাজিতা আঢ্যরা।

বাংলা সিরিয়াল ঘিরে জট তুঙ্গে, পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রীরা

ফোরামের তরফে জানানো হয়, টেলি সিরিয়ালের শিল্পীরা বিভিন্ন রকমের চাপের মধ্যে কাজ করেন। শিল্পীদের দাবি, দিনে ১৭ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন তাঁরা, যা প্রথমের দিকে ৮ ঘণ্টা ছিল। প্রসেনজিত জানান, এই সমস্যা মুম্বইতেও হয়েছে। তারপর সেখানে ১০ ঘণ্টার মধ্যে শ্যুটিং শেষ করার দাবি ওঠে । এদিকে, ফোরামের পক্ষ থেকে টলিউডের শিল্পীদের ৭ ঘণ্টা কাজের সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানানো হয়। শিল্পীদের অনেকেরই ৯০ দিনের উপর পারিশ্রমিক বাকি রয়েছে। গত তিন থেকে চার মাস ধরে পারিশ্রমিক হাতে পাননি অনেকেই। এমন দাবি তুলে সরব হয়েছে আর্টিস্ট ফোরাম।

[আরও পড়ুন: দিদি সুজাতার প্রয়াণে আবেগঘন সুচিত্রা, তুলে ধরলেন পুরনো অধ্যায়ের কথা ][আরও পড়ুন: দিদি সুজাতার প্রয়াণে আবেগঘন সুচিত্রা, তুলে ধরলেন পুরনো অধ্যায়ের কথা ]

এদিকে, পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত কলাকুশলীরা। চ্যানেল বা হাউস কোনওভাবে উপায় বার করবে বলে আশাবাদী রানি রাসমণি ধারাবাহিকের দিতিপ্রিয়া। এক বাংলা দৈনিককে তিনি জানান ,'.. ভয় লাগছে । ব্যাঙ্কিং না থাকলে সিরিয়াল দেখানো মুশিকল হয়ে যাবে..।' অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী জানান, পরিশ্রমিক প্রাপ্তির ক্ষেত্রে তাঁর সমস্যা না হলেও, তাঁর বহু সহকর্মীই এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে খুব তাড়াতাড়ি কাজে ফেরার আসায় রয়েছেন মধুমিতারা।

[আরও পড়ুন:বাংলা সিরিয়াল ঘিরে জট তুঙ্গে, পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রীরা ][আরও পড়ুন:বাংলা সিরিয়াল ঘিরে জট তুঙ্গে, পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রীরা ]

English summary
Bengali serials are in danger, actresses reaction on situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X