For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুভাষ চন্দ্র বসুর অসামান্য লড়াইয়ের কাহিনি নিয়ে শুরু হচ্ছে 'নেতাজি', সিরিয়ালের সময় জেনে নিন

দেশ তখন এক অগ্নিগর্ভ সময় দেখছে। ব্রিটিশ শাসকদের দমন , পীড়নে তখন নাজেহাল গোটা ভারত। সবেমাত্র শুরু হয়েছে এক স্বপ্ন দেখার পালা.. স্বপ্নের নাম 'স্বাধীনতা'!

  • |
Google Oneindia Bengali News

দেশ তখন এক অগ্নিগর্ভ সময় দেখছে। ব্রিটিশ শাসকদের দমন , পীড়নে তখন নাজেহাল গোটা ভারত। সবেমাত্র শুরু হয়েছে এক স্বপ্ন দেখার পালা.. স্বপ্নের নাম 'স্বাধীনতা'! যে স্বপ্ন সফল করতে তখন আত্মবলিদানে প্রস্তুত গোটা যুব সমাজ, এমনই একটি প্রেক্ষাপটে এদেশ পেয়েছে তাঁর বীর সন্তান সুভাষচন্দ্র বসুকে। শুধু সাহস নয়, এই বাঙালি বুদ্ধিমত্তা থেকে পাণ্ডিত্য সমস্ত দিক থেকেই নেতাজি এক অসামান্য ব্যক্তিত্ব হয়ে ওঠেন স্বাধীনতার ইতিহাসে। সেই বীরের অসামান্য লড়াইয়ের কাহিনি তুলে ধরা হচ্ছে সিরিয়ালের পর্দায়।

 কখন সম্প্রচারিত হবে?

কখন সম্প্রচারিত হবে?

১৪ জানুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হবে 'নেতাজি' সিরিয়ালের সম্প্রচার।জি বাংলায় রাত সাড়ে আটটায় শুরু হবে এই সম্প্রচার। দেশনায়কের অসামান্য কাহিনিকে দেখবার অপেক্ষায় চড়ছে আগ্রহের পারদ।

কোন কাহিনি তুলে ধরা হবে?

কোন কাহিনি তুলে ধরা হবে?

সিরিয়ালের প্রথম প্রোমো থেকেই চড়ছে 'নেতাজি' সিরিয়াল ঘিরে আগ্রহের পারদ। প্রোমোতে দেখানো হয় এক অগ্নিগর্ভ সময়ের প্রেক্ষাপট। যে সময় বিপ্লবী ক্ষুদিরামকে ফাঁসির মঞ্চে তোলা হয়, আর স্বাধীনতার স্বপ্নে দেখতে শুরু করে ছোট্ট সুভাষ। সিরিয়ালে সুভাষ চন্দ্র বসুর ভূমিকায় অভিনয় করছেন অভিষেক বসু।

 বাড়ছে আগ্রহ

বাড়ছে আগ্রহ

ক্রমেই এই সিরিয়াল ঘিরে বাড়ছে আগ্রহ। প্রোমো প্রচারের পর থেকেই বহু দর্শকই এই সিরিয়ালের অপেক্ষায় রয়েছেন। হুগলির জবা মিত্রের কথায় 'এই ধরনের শিক্ষামূলক সিরিয়াল আরও বেশি করে আসা উচিত।' অন্যদিকে, কলকাতার শর্মিষ্ঠা ঘোষের বলছেন, 'প্রোমোর ভিডিও দেখার পর থেকেই অনেকদিন ধরেই অপেক্ষা করে আছি এই সিরিয়ালটির জন্য। ' সবমিলিয়ে আপাতত 'নেতাজি ' সিরিয়াল ঘিরে চড়ছে দর্শকদের আগ্রহ।

English summary
Tele serial on Netaji subhash Chandra Basu to began today .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X