'রানি রাসমণি' সিরিয়ালের গল্প এবার মোড় নিচ্ছে কোনদিকে!এসপ্তাহে বিভিন্ন টেলি-অনুষ্ঠানে কী চমক থাকছে
বিভিন্ন জনপ্রিয় বাংলা সিরিয়াল এই মুহূর্তে আকর্ষণীয় পর্যায়ে রয়েছে। জি বাংলার একাধিক সিরিয়ালের গল্প মোড় নিয়ে চলেছে চাঞ্চল্যকর দিকে। টিআরপি তালিকাতে এই মুহূর্তে সেরার শিরোপায় রয়েছে 'করুণাময়ী রানি রাসমণি' অনুষ্ঠানটি। দেখে নেওয়া যাক 'করুণাময়ী রানি রাসমণি' সমেত একাধিক সিরিয়ালে চিত্রনাট্য কোনদিকে যেতে চলেছে।

করুণাময়ী রানি রাসমণি
মা অন্নপূর্ণার আশীর্বাদে রানিমা এখন দুষ্টের দমনে ব্রতী। কোনও মতেই পরিবারের ওপর কোনও রকমের আঁচ তিনি ফেলতে দিতে চাননা। অন্যদিকে তালুকদার কি নিজের পাপের সাজা পাবে? উত্তর পেতে চোখ রাখুন জি বাংলায়।

জয়ী
রিয়ার কিডনির চিকিৎসার জন্য যাবতীয় উদ্যোগ নিচ্ছে জয়ী। সমস্ত দায়িত্ব এসে পড়েছে তাঁর কাঁধে। কিন্তু জয়ী কি শেষ পর্যন্ত পারবে এই অসম যুদ্ধ জিততে? এই সপ্তাহে পাওয়া যাবে এর উত্তর ।

কৃষ্ণকলি
রাধারানির জন্য শ্যামা প্লেব্যাকে গাইছেন একটি ছবিতে। এদিকে, শ্যামার এই গান গাওয়ার ঘটনা নিখিলের চোখ এড়িয়ে যায়নি। অন্যদিকে, শ্যামার কণ্ঠস্বরের সমস্যা নিয়ে রীতিমত সন্দেহে পড়ে যায় নিখিল।

রানু পেল লটারি
বসুধার ছেলে বিমানের সঙ্গে রানুর বিয়ের ঠিক হচ্ছে। কিন্তু এমন বিয়ে নিয়ে রানু কী ভাবছে? মনে মনে রানুর কী প্রতিক্রিয়া হচ্ছে এই বিয়ে নিয়ে। জানতে হলে চোখ রাখতে হবে 'রানু পেল লটারি সিরিয়ালে'।