For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামধনু ছোঁয়ার স্বপ্ন দেখাল এই ট্রেলার-ভিডিও, গরমের ছুটিতে আসছে 'রেনবো জেলি'

গরমের ছুটি এবার জমজমাট একগুচ্ছ বাংলা ছবিতে। থাকছে 'হামি', 'সোনার পাহাড়', আর থাকছে 'রেনবো জেলি'।

  • |
Google Oneindia Bengali News

সামনেই আসছে গরমের ছুটি। একালের নতুন প্রজন্মের শিশুদের মনোরঞ্জনের জন্য গরমের ছুটিতে আর অপেক্ষা করে থাকে না 'ছুটি ছুটি'-র মতো অনুষ্ঠান। তবে শিশুদের মন জয় করে নেওয়ার মতো বেশ কিছু রসদ এবারের গরমের ছুটিতে থাকছে। গরমের ছুটি এবার জমজমাট একগুচ্ছ বাংলা ছবিতে। থাকছে 'হামি', 'সোনার পাহাড়', আর থাকছে 'রেনবো জেলি'।

রমাধনুকে ছোঁয়ার স্বপ্ন দেখাল এই ট্রেলার-ভিডিও, গরমের ছুটিতে আসছে রেনবো জেলি

[আরও পড়ুন:সত্যজিতের ছবিতে কেন অভিনয় করতে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে][আরও পড়ুন:সত্যজিতের ছবিতে কেন অভিনয় করতে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে]

'ফুড ফ্য়ান্টাসি' শব্দটা খাদ্যরসিক বাঙালির ভাবনা চিন্তার সঙ্গে বেশ খাপ খায়। যতই ভাইরাল ভাগাড়কাণ্ড বাঙালির রসনাকে কটাক্ষ করুক না কেন, ফুড ফ্যান্টাসিতে বাঙালির জুড়ি মেলা ভার! আর এবার এই ভাবনা নিয়েই আসছে নতুন ফিল্ম ' রেনবো জেলি'। ছবির পরিচালক সৌকর্য ঘোষাল। তাঁর এই বিষয় ভাবনাই বলে দিচ্ছে ছবি কতা মনোগ্রাহী হবে দর্শকদের। ছবির গল্প আবর্তিত হয়েছে এক বাচ্চাকে কেন্দ্র করে। বাবা মাকে হারিয়ে অনাথ বাচ্চাটি থাকে মামার সঙ্গে। মামা প্রবল মারধর করেন দিনরাত। তারপর কী হতে পারে, তার একটা আভাস দিয়েছে এই ট্রেলার।

রমাধনুকে ছোঁয়ার স্বপ্ন দেখাল এই ট্রেলার-ভিডিও, গরমের ছুটিতে আসছে রেনবো জেলি

রমাধনুকে ছোঁয়ার স্বপ্ন দেখাল এই ট্রেলার-ভিডিও, গরমের ছুটিতে আসছে রেনবো জেলি

'রেনবো জেলি' র মহাব্রত নিজেও স্পেশ্যাল চাইল্ড। সমস্ত রকমের চ্যালেঞ্জ কাটিয়ে এই স্পেশ্যাল চাইল্ড আদৌ জিততে পারবে,.. নাকি সব রূপকথার কাহিনি এক ধাঁচের হয় না , সেই উত্তর জানতে হলে দেখতে হবে 'রেনবো জেলি'। ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, শ্রীলেখা মিত্র। শ্রীলেখাক ছবিতে 'পরী পিসি' র ভূমিকায় দেখা গিয়েছে। যাঁর কাছেই রয়েছে ফুড ফ্যান্টাসির আসল রহস্যের খোঁজ। ছবি মুক্তি পাচ্ছে ২৫ মে।

English summary
Bengali Movie Rainbow Jelly trailer out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X