For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছর শেষে খুশির খবর ,অস্কার-এর দরজায় 'রক্তকরবী',কী বললেন পরিচালক

ফের একবার অস্কারের মঞ্চে কী গর্বের ইতিহাস ফিরে পাবে বাঙালি? এই প্রশ্নটি উস্কে দিয়েছে বাংলা ছবি 'রক্তকরবী' -র সাম্প্রতিক সাফল্য।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার অস্কারের মঞ্চে কী গর্বের ইতিহাস ফিরে পাবে বাঙালি? এই প্রশ্নটি উস্কে দিয়েছে বাংলা ছবি 'রক্তকরবী' -র সাম্প্রতিক সাফল্য। ৯০ তম অস্কার-এ সেরা ছবির তালিকায় রয়েছে অমিতাভ ভট্টাচার্য পরিচালিত ছবি 'রেড ওলিয়েন্ডা'র্স' 'রক্তকরবী'। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত নাটক 'রক্তকরবী' -কে বাস্তবের ক্যানভাসে নিয়ে আসে এই ছবি।

অস্কার-এর দৌড়ে ভারতীয় ছবি 'নিউটন' ছিটকে য়াওয়ার পর থেকে বেশ হতাশ ছিলেন ভারতীয় চলচ্চিত্রপ্রেমীরা। এবার সেই হতাশাকে কাটিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে বাংলা ছবি 'রক্ত করবী'। আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে ফের একবার নিজেদের গর্বের ইতিহাসকে উস্কে দেওয়ার হাতছানি বাঙালির সামনে। এবিষয়ে 'ওয়ান ইন্ডিয়া'-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া জানালেন ছবির পরিচালক অমিতাভ ভট্টাচার্য।

অস্কার-এ সেরার দৌড়ে বাংলা ছবি

অস্কার-এ সেরার দৌড়ে বাংলা ছবি

৯০ তম 'অ্যাকাডেমি অওয়ার্ডস-এর ৩৪১ টি ছবি সামিল হয়েছে সেরা ছবির তালিকায়। এর মধ্যে ২০১৭ সালে মুক্তি পাওয়া বাংলা ছবি 'রক্তকরবী' জায়গা করে নিয়েছে। মুমতাজ সরকার, রাহুল, কৌশিক সেন, রজত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অভিনীত এই ছবি ঘরি স্বভাবতই উচ্ছসিত পরিচালক অমিতাভ ভট্টাচার্য।

[আরও পড়ুন:'মুমতাজ খুবই আন্ডাররেটেড অ্যাকট্রেস' বলছেন 'রক্তকরবী'-র পরিচালক অমিতাভ ভট্টাচার্য, আর কি বললেন তিনি][আরও পড়ুন:'মুমতাজ খুবই আন্ডাররেটেড অ্যাকট্রেস' বলছেন 'রক্তকরবী'-র পরিচালক অমিতাভ ভট্টাচার্য, আর কি বললেন তিনি]

 প্রথম প্রতিক্রিয়া

প্রথম প্রতিক্রিয়া

এই সাফল্যপ্রপ্তি নিয়ে পরিচালক অমিতাভ ভট্টাচার্য তাঁর প্রথম প্রতিক্রিয়াতেই জানিয়েছেন, 'স্বপ্নের কাছাকাছি পৌঁছনোর হাতছানি। এবার লড়াই শুরু হল। এটা একটা বড় পাওনা।'

 'এ ছবি পিছিয়ে থাকার ছবি নয়'

'এ ছবি পিছিয়ে থাকার ছবি নয়'

অস্কারের দৌড়ে 'রক্তকরবী' নিয়ে বেশ আশাবাদী পরিচালক। অমিতাভ ভট্টাচার্য তাঁর এই চবির বিষয়ে বেশ আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন। তিনি বলেন, 'গোল্ডেনগ্লোব-এ আমার ছবি ছিল, আমার ছবি পিছিয়ে থাকার ছবি নয়, আমার ছবি বেশ মূল্যবান ছবি,আমি ছবির বিষয়ে আত্মবিশ্বাসী।'

বাংলা সিনেমার প্রতিনিধি হয়ে বিষয়টিকে কীভাবে দেখছেন?

বাংলা সিনেমার প্রতিনিধি হয়ে বিষয়টিকে কীভাবে দেখছেন?

এই প্রশ্নের উত্তরে অমিতাভ ভট্টাচার্য জানন, 'আমি খুব গর্বিত আমি বাংলা সিনেমা বানাই। ভারতীয় চলচ্চিত্রকে যাঁরা পথ দেখিয়ে ছিলেন তাঁরা বাঙালীই ছিলেন। বাংলা ছবির একটা স্বতন্ত্র ঘরানা রয়েছে .. আমি বাংলা ছবির বিষয়ে আমি আশাবাদী।'

পুরস্কার জয় নিয়ে কতটা আশাবাদী?

পুরস্কার জয় নিয়ে কতটা আশাবাদী?

পুরস্কার জয়ের বিষয়ে স্বপ্ন যে তিনি দেখছেন তা মেনে নিয়েছেন 'রক্তকরবী' ছবির পরিচালক। তিনি বলেন, 'হয়তো দিবাস্বপ্নই দেখছি! এবার বাকিটা ভগবান জানেন! তবে সামনের লড়াইয়ে এতগুলি ক্য়াটাগরি-র রাস্তা যখন খোলা , তখন আশাবাদী তো বটেই। ' মজার ছলে এদিন অমিতাভবাবু অকপটে স্বীকার করে নিয়েছেন একটু টেনশনে তিনি আছেনই!

'লড়াইতে থাকাটাই অনুপ্রেরণা'

'লড়াইতে থাকাটাই অনুপ্রেরণা'


অস্কার-এর দৌড়ে এই ছবি তালিকাভুক্ত হওয়ার ঘটনা যে তাঁর কাছে বেশ অনুপ্রেণার তা বলেত ভোলেননি পরিচালক। তিনি জানান,
'এই অস্কার-এ থাকার লড়াইটা নিঃসন্দেহে আমাকে অনুপ্রাণিত করবে। আমার ছবির ভাষা , প্রয়োগ, যে সম্যক ধারণা নিয়ে আমি ছবি বানাই , তা নিয়ে আমি সঠিক পথেই এগোচ্ছি।'

অস্কার-এ ভারত

অস্কার-এ ভারত

অস্কার -এর আঙিনায় ভারতের রেকর্ড তেমন মজবুত নয়। 'লাগান' থেকে 'সালাম বম্বে' আশা জাগিয়েও ছিটকে গিয়েছে। কিংবদন্তী সত্যজিত রায় পেয়ছেন জীবনকৃতি সম্মান। আর সেই ইতিহাসকে সামনে রেখেই এখন বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় শুরু হল বাঙালীর নতুন লড়াই ।

English summary
Bengali Film raktokorobi in oscar race,director amitabh bhattacharya is very execited.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X