For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার বিভাগে সেরা, পুরস্কৃত হল 'জাতিস্মর'

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জাতিস্মর
নয়াদিল্লি, ১৬ এপ্রিল: ৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হল। বাংলা ছবি 'জাতিস্মর' চারটি বিভাগে পুরস্কার পেয়েছে। আর সেরা বাংলা চলচ্চিত্র ঘোষিত হয়েছে 'বাকিটা ব্যক্তিগত'।

বুধবার নয়াদিল্লিতে ৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়। সঙ্গীত পরিচালনা, পোশাক, মেক-আপ এবং প্লে-ব্যাক সঙ্গীতে পুরস্কার ছিনিয়ে নিয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'জাতিস্মর'।

'জাতিস্মর' ছবির সঙ্গীত পরিচালনা করেছেন কবীর সুমন। সঙ্গীতের মূর্ছনা ভালো লেগেছে বিচারকদের। ফলে এই বিভাগে পুরস্কার দিতে কার্পণ্য করেননি তাঁরা। এই সিনেমায় পোশাকসজ্জার দায়িত্বে ছিলেন সাবর্ণী দাশ। পোশাক বা কস্টিউমে বিভাগে একটি পুরস্কার ছিনিয়ে নিয়েছে সিনেমাটি। এ ছাড়া 'জাতিস্মর' সিনেমায় মেক-আপ এবং প্লে-ব্যাক সঙ্গীতের দায়িত্ব ছিলেন যথাক্রমে বিক্রম গায়কোয়াড় ও রূপঙ্কর। সেরা পুরুষ প্লে-ব্যাক গায়ক হিসাবে রূপঙ্কর বিবেচিত হয়েছেন তাঁর 'এ তুমি কেমন তুমি' সঙ্গীতের জন্য।

এ ছাড়া, 'শিপ অফ থিসিয়াস' সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন প্রাঞ্জল দুয়া, 'চিড়িয়া উড়' ছবির জন্য। 'জলি এলএলবি' সেরা হিন্দি চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন 'শহীদ' সিনেমার রাজকুমার রাও এবং মালয়লম ছবি 'পেরারিয়তবর'-এর বেঞ্জরমুদু। সেরা নায়িকা হিসাবে বিবেচিত হয়েছেন 'লায়ারস ডাইস' সিনেমার গীতাঞ্জলি থাপা। সেরা চলচ্চিত্র সমালোচকের পুরস্কার পেয়েছেন অলকা সাহনি। কন্নড, তেলুগু এবং তামিল ভাষায় সেরা চলচ্চিত্রগুলি হল যথাক্রমে 'ডিসেম্বর ১', 'মা বঙ্গারু তল্লি' এবং 'তঙ্গ মীনকল'।

তা ছাড়া, পুরোদস্তুর বিনোদনমূলক ছবি হিসাবে পুরস্কৃত হয়েছে 'ভাগ মিলখা ভাগ'।

বুধবার সকাল থেকেই পুরস্কারপর্ব ঘিরে ছিল টানটান উত্তেজনা। দুপুরে পুরস্কার ঘোষিত হয়। 'জাতিস্মর'-এর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালক কবীর সুমন, গায়ক রূপঙ্কর ভেসে যান অভিনন্দনের বন্যায়। বাংলা ছবির ইতিহাসে এটা একটা স্মরণীয় মাইলফলক বটে।

English summary
Bengali film 'Jatiswar' bags four awards in different categories
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X