For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেবের 'হইচই' পাড়ি দিচ্ছে আন্তর্জাতিক আঙিনায়! উজবেকিস্তানের সঙ্গে মউ স্বাক্ষরিত

সাত সমুদ্র পেরিয়ে এবার আন্তর্জাতিক আঙিনায় দাপটে পা রাখতে চলেছে বাংলা ছবি। সাম্প্রতিক 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর সঙ্গে উজবেকিস্তানে জাতীয় সংস্থা 'উজবেকিনো'-র একটি চুক্তি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গঙ্গা -পদ্মার পার ছাড়িয়ে, সাত সমুদ্র পেরিয়ে এবার আন্তর্জাতিক আঙিনায় দাপটে পা রাখতে চলেছে বাংলা ছবি। সম্প্রতিক 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর সঙ্গে উজবেকিস্তানে জাতীয় সংস্থা 'উজবেকিনো'-র একটি মউ স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এবার উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়ার মতো দেশে পৌঁছে যাবে বাংলা ছবি. ফলে এবার আর শুধু আমেরিকা ও ইংল্যান্ডের দর্শকরাই নন, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়ার দর্শকরাও দেখতে পাবেন বাংলা ছবি।

[আরও পড়ুন:স্কুলে টিফিন ভাগ করে খাওয়া একটা আলাদা আবেগ! প্রমাণ করল 'হামি'-র এই গানটি][আরও পড়ুন:স্কুলে টিফিন ভাগ করে খাওয়া একটা আলাদা আবেগ! প্রমাণ করল 'হামি'-র এই গানটি]

[আরও পড়ুন:সেন্সর বোর্ডের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মুক্তি পেল 'পিউপা'-র টিজার,জানুন এই যুদ্ধ জেতার কাহিনি][আরও পড়ুন:সেন্সর বোর্ডের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মুক্তি পেল 'পিউপা'-র টিজার,জানুন এই যুদ্ধ জেতার কাহিনি]

চুক্তি ঘিরে কিছু তথ্য

চুক্তি ঘিরে কিছু তথ্য

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার এক পাঁচতারা হোটেলে দেবের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' ও 'উজবেকিনো'-র মধ্যে চুক্ত স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে দেব ছাড়াও হাজির ছিলেন তাঁর বান্ধবী তথা টলিউড অভিনেত্রী রুক্মিনী মৈত্র, পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, , ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

আন্তর্জাতিক আঙিনায় বাংলা ছবি

আন্তর্জাতিক আঙিনায় বাংলা ছবি

চুক্তি স্বাক্ষরের ফল হিসাবে, এবার থেকে উজবেকিস্তান , কাজাখস্তান, রাশিয়ায় বিনা বাধায় শ্যুটিং চলবে বাংলা ছবির। যা ভারতবর্ষের চলচ্চিত্রে একটি অভূতপূর্ব ঘটনা। শুধু তাই নয়, ওই সব দেশের স্থানীয় ভাষাতেও ডাব করা হবে বাংলা ছবিকে। উল্লেখ্য, এর আগে একমাত্র রাজ কাপুরের ছবিই রাশিয়া, বেলারুশ, ইউক্রেনের দর্শকদের মন মাতিয়ে ছিল। এবার পালা দেব ও তাঁর সংস্থার।

 দেব কী বললেন?

দেব কী বললেন?

দেব জানিয়েছেন , উজবেকিস্তানের কথা তিনি প্রথম শুনেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। ফিল্মের লোকেশন হিসাবে জায়গাটি অত্যন্ত ভালো বলে দাবি করেছেন দেব। 'হইচই আনলিমিটেড' ছবির সঙ্গে এই লোকেশন মিলে যাচ্ছে খুব ভালোভাবেই। দেব বলছেন, তাই উজবেকিস্তানই এখন তাঁর পরবর্তী ছবির শ্যুটিং ডেস্টিনেশন। উজবেকিস্তানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রীকে শ্যুটিং নিয়ে মেল করেছিলেন দেব। যার ইতিবাচক উত্তর পেয়েই এই দেশটিকে শ্যুটিং লোকেশন করার দিকে এগিয়ে যান তিনি।

রুক্মিনী কী বলছেন?

রুক্মিনী কী বলছেন?

দেবের প্রযোজনা সংস্থার এই উদ্যোগ নিয়ে খুব খুশি রুক্মিনী। এই প্রয়াসের তিনি ভূয়সী প্রশংসা করেছেন। রুক্মিনীর দাবি, দেব বাংলা চলচ্চিত্রকে অন্য পর্যায়ে পৌঁছে দিতে চাইছেন। আর দেবের সেই উদ্যোগকেই সাধুবাদ জানান গার্লফ্রেন্ড রুক্মিনী।

অনিকেত চট্টোপাধ্যায়ের বক্তব্য

অনিকেত চট্টোপাধ্যায়ের বক্তব্য

অনিকেত চট্টোপাধ্যায় জানিয়েছেন , 'এটা অসাধারণ ব্যাপার। বাংলা ছবি ও বাংলা চলচ্চিত্রের বাজারের পক্ষে এর থেকে ভালোকিছু হেত পারে না।' আপাতত নতুন এই উদ্য়োগ ঘিরে উচ্ছসিত টিম দেব ও 'হৈচৈ আনলিমিটেড টিম'।

প্রিয়াঙ্কার টুইট

এদিন ,এক টুইট বার্তায় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার জানান, 'এটি অত্যন্ত গর্বের মুহুর্ত বাংলা সিনেমার ইতিহাসে। হৈচৈ আনলিমিটেড ছবির তরফে প্রথম আন্তর্জাতিক সমঝোতার চুক্তি স্বাক্ষরতি হল উদবেকিস্তানের সঙ্গে।... '

English summary
Bengali Film Hoichoi Unlimited Dinged treaty with Ujbekistan, Dev is the Producer of the film
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X