For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমি রাজনীতি চাই না', সৌমিত্র অভিনীত এই ছবি এক চমকপ্রদ বার্তা দিল ট্রেলারে

বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তুলে ধরেছে সীমান্ত চট্টোপাধ্য়ায় পরিচালিত ছবি 'আমি রাজনীতি চাই না'। ছবিতে এক উল্লেখযোগ্য চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

সমাজবোধ নিয়ে বেঁচে থাকা কোনও মানুষ কি আদৌ রাজনীতির বাইরে যেতে পারেন? অরাজনৈতিক চিন্তাধারা রাখলেও কী কোনও না কোনও রাজনীতির খেলা থেকে বাইরে থাকতে পারেন কেউ? এমনই বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তুলে ধরেছে সীমান্ত চট্টোপাধ্য়ায় পরিচালিত ছবি 'আমি রাজনীতি চাই না'। ছবিতে এক গুপুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

আমি রাজনীতি চাই না, সৌমিত্র অভিনীত এই ছবি এক চমকপ্রদ বার্তা দিল ট্রেলারে

ছবির মূল চরিত্র স্বপ্না, টুসু, মানসী। মানসীর চরিত্রে রয়েছেন রাই দেবলীনা, টুসুর চরিত্রে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, স্বপ্নার চরিত্রে রয়েছেন 'রাশি' সিরিয়াল খ্যাত গীতশ্রী। ছবির গল্প উত্তরবঙ্গের এক গ্রামকে ঘিরে। সেই ছোট্টগ্রামের এক সামাজিক পরিস্থিতি , তথা মানুষের ব্যক্তিগতজীবনে কীভাবে রাজনীতির রঙ লাগতে শুরু করে, সে কাহিনি তুলে ধরেছে ছবিটি। গ্রামের প্রধানের মেয়ে স্বপ্নার ছোট্ট বেলার বন্ধু মানসী । দুই বন্ধুর সুস্থ স্বাভাবিক জীবনে হঠাৎই ঢুকে পড়ে রাজীনীতি। গ্রামের নির্বাচনে জয়ী প্রার্থী টুসুর সঙ্গে প্রেম হয় স্বপ্নার। রাজনৈতিক স্বার্থে টুসুর সঙ্গে স্বপ্নার বিয়ে দেন স্বপ্নার বাবা। ছবিতে স্বপ্নার বাবার চরিত্রে রয়েছেন দুলাল ভৌমিক। এরপরই রাজনীতির রঙ চড়তে শুরু করে স্বপ্নার জীবনে। যার প্রভাব পড়ে মানসী আর স্বপ্নার বন্ধুত্বে। এমনই এক গল্পের বর্ণনা উঠে এসেছে ছবির ট্রেলারে।


রাহুল রাজ দেবের এনকেডি প্রোডাকশনের এই ছবির হাত ধরে পরিচালক হিসাবে প্রথমবার টলিউডে পা রাখছেন সীমান্ত চট্টোপাধ্য়ায়। দীর্ঘদিন ধরে পরিচালক গৌতম ঘোষের সঙ্গে কাজ করার পর এই প্রথম মৌলিক ছবি পরিচালনায় সীমান্ত। ছবির ট্রেলারে উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছেন স্বপ্নার চরিত্রে গীতশ্রী রায়, টুসুর চরিত্রে অনিন্দ্য বন্দ্য়োপাধ্যায়। প্রসঙ্গত 'রাশি' সিরিয়াল খ্যাত গীতশ্রীকে বহুদিন বাদে ফের একবার পর্দায় পেতে চলেছেন দর্শকরা। ট্রেলারে নজর কেড়েছেন ছবিতে স্বপ্নার বান্ধবীর চরিত্রে থাকা রাই দেবলীনাও। এযাবৎকালে একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে রাই দেবলীনাকে। আপাতত অপেক্ষা ৩১ অগাস্টের জন্য। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে 'আমি রাজনীতি চাই না'।

English summary
Bengali Film Ami Rajneeti Chaina tariler released, watch the video.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X