করোনা ভাইরাসের কবলে টলিউডের আরও এক অভিনেত্রী, রয়েছেন হোম আইসোলেশনে
আরও একবার করোনার কবলে টলি পাড়ার এক অভিনেত্রী। কোয়েল, রাজ চক্রবর্তীর পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সুদীপ্তা চক্রবর্তী। বুধবারই তিনি এই তথ্য জানিয়েছেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে।


বুধবার সন্ধ্যা নাগাদ এই পোস্টটি করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। সুদীপ্তা লেখেন, 'জীবন সারপ্রাইজে পরিপূর্ণ। আমার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কেউ দয়া করে ভয় পেও না, আমি ভালো আছি। জ্বর নেই, শরীরে কোনও ব্যাথা নেই এবং এখনও শ্বাস–প্রশ্বাসে কোনও সমস্যা নেই। শুধুমাত্র নাক বন্ধ রয়েছে। কোনও স্বাদ বা গন্ধ পাচ্ছি না। ব্যস এইটুকু!আমার স্বামী ও মেয়ে ঠিক আছে। ওরা চার–পাঁচদিন পর পরীক্ষা করাবে। আমি গত চারদিন ধরে বাড়ির ঘরে আইসোলেশনে রয়েছি ও চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠব। তোমরা সকলে নিজেদের খেয়াল রেখো, সাবধানে থেকো।’
কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন অপরাজিতা আঢ্য। তাঁর সঙ্গে পরিবারের আরও তিন সদস্যের করোনা টেস্টও পজিটিভ আসে। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এ বছরের লক্ষ্মী পুজো সেভাবে বড় করে আর করতে পারেননি অভিনেত্রী। এছাড়াও জি বাংলার রিয়ালিটি শো সারেগামাপা–এর চর বিচারক শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মিকা সিং ও আকৃতি কক্করের করোনা আক্রান্ত হওয়ার খবর মিললেও তাঁরা পরে সুস্থ হয়ে ওঠেন। সদ্য মা হওয়ার কিছুদিনের মধ্যেই এই মারণ রোগে আক্রান্ত হন খোদ কোয়েল মল্লিক। তাঁর সঙ্গে স্বামী নিসপালেরও কোভিড–১৯ ধরা পড়ে। কোয়েল ছাড়াও পরিচালক রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছিলেন, সেই সময় মা হতে চলেছেন শুভশ্রী। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়েরও করোনা ভাইরাস ধরা পড়েছিল, তবে করোনা মুক্ত হওয়ার পর তিনি সুস্থ হয়ে আর বাড়ি ফিরতে পারেননি।
মালদহে ভয়াভয় বিস্ফোরণে মৃত ৫! মুখ্যমন্ত্রীর নির্দেশে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে ফিরহাদ