অভিনেতা স্বরূপ দত্তের জীবনাবসান ,শোকের ছায়া টলিউড থেকে রাজনৈতিক মহলে
ফের শোকের ছায়া টলিউড জুড়ে । প্রয়াত অভিনেতা স্বরূপ দত্ত। বাংলা সিনেমার স্বর্ণযুগের এই অভিনেতার মৃত্যুতে রীতিমতো শোকের ছায়া টলিউডে। গত ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর এদিন ভোররাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।শুধু অভিনেতা হিসাবে নয়, স্বরূপ দত্তের পরিচিতি ছিল বামপন্থী হিসাবেও।

গত শনিবার থেকে মল্লিকবাজারের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন স্বরূপ দত্ত। টানা ৩ দিন ছিলেন ভেন্টিলেশনে। বুধবার ভোর হতেই উঠে আসে তাঁর মৃত্যু সংবাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই স্বর্ণযুগের অভিনেতা। তাঁর শেষ কৃত্য কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
স্বরূপ দত্তর পরিবারের তরফে জানানো হয়েছে, হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে অভিনেতার বালিগঞ্জ প্লেসের বাড়িতে। 'আপনজন', 'অচেনা অতিথি'র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন এই স্বনামধন্য় বাঙালি অভিনেতা .