গণনার ফল 
মধ্যপ্রদেশ - 230
Party20182013
CONG11458
BJP109165
IND43
OTH34
রাজস্থান - 199
Party20182013
CONG9921
BJP73163
IND137
OTH149
ছত্তিশগঢ় - 90
Party20182013
CONG6839
BJP1549
BSP+71
OTH00
তেলেঙ্গানা - 119
Party20182014
TRS8863
TDP, CONG+2137
AIMIM77
OTH39
মিজোরম - 40
Party20182013
MNF265
IND80
CONG534
OTH10
 • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  (ছবি) হ্যাপি বার্থ ডে : সোনম কাপুর সম্পর্কে ৩০ টি আকর্ষণীয় তথ্য

  আজ ৩০ বছরে পা দিলেন বলিউডের 'সুইট অ্যান্ড সেক্সি' অভিনেত্রী সোনম কাপুর। প্রথমেই ওয়ানইন্ডিয়া বেঙ্গলির পক্ষ থেকে সোনমকে আমরা জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।

  বার্থ ডে গার্ল সোনম অবশ্য তাঁর ছবির থেকে নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য বেশি পরিচিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর অভিনয় ও ছবি বাছার ক্ষেত্রেও উন্নতি হচ্ছে।

  সোনমের ৩০ তম জন্মদিনে আমরা সোনম সম্পর্কে ৩০ টি আকর্ষণীয় তথ্য পাঠকদের জন্য তুলে ধরলাম।

  তথ্য ১

  তথ্য ১

  সোনম আন্তর্জাতিক বহু পত্রিকার ভারতীয় সংখ্যার কভারে দেখা গিয়েছেন। এই পত্রিকাগুলির মধ্যে রয়েছে ভগ, এফএইচএম. ম্যাক্সিম, জিকিউ, গ্র্যাজিয়া, ভার্ভ, এলি, ফেমিনা প্রভৃতি।

  তথ্য ২

  তথ্য ২

  ১৯৮৫ সালের ৯ জুন জন্মেছিলেন সোনম।

  তথ্য ৩

  তথ্য ৩

  রানি মুখোপাধ্যায় ও অমিতাভ বচ্চন অভিনীত ব্ল্যাক ছবিতে সঞ্জয়লীলা বনশালির সহযোগি পরিচালক হিসাবে কাজ করেছিলেন সোনম।

  তথ্য ৪

  তথ্য ৪

  অনিল কাপুরের ৩ সন্তান সোনম, রিয়া এবং হর্ষবর্ধন। তিনজনের মধ্যে সবচেয়ে বড় সোনমই।

  তথ্য ৫

  তথ্য ৫

  জুহুর আর্য বিদ্যামন্দির স্কুলে পড়াশোনা করেছেন সোনম। পরে সিঙ্গাপুরে ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়ায় পড়াশোনা করেছেন তিনি। সেখানে থিয়েটার ও কলা নিয়ে পড়াশোনা করেন তিনি।

  তথ্য ৬

  তথ্য ৬

  স্থূলত্ব রোগে ভুগতেন সোনম। এর ফলে তাঁর ত্বক অত্যন্ত শুষ্ক ছিল। মুখে চুলের আধিক্য ছিল। তাঁর পলিসিস্টিক ওভারির সমস্যা ছিল এমনকী ডায়বেটিসেরও প্রবণতা ছিল তাঁর।

  তথ্য ৭

  তথ্য ৭

  ব্ল্যাকে ক্যামেরার পিছনে কাজ করার সময়ই সঞ্জয় লীলা বনশালির চোখে পড়ে যান সোনম। সঞ্জয় তখনই ঠিক করে নেন তিনি তাঁর আগামী ছবি সাওয়ারিয়া-য় তাঁকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ দেবেন। তখনই সোনমকে ওজন কমানোর পরামর্শ দেন বনশালী।

  তথ্য ৮

  তথ্য ৮

  বলিউডে সোনমের সবচেয়ে কাছের বন্ধু করিনা কাপুর তা নিজের মুখেই বলেছেন সোনম। এছাড়া আসিন, জ্যাকলিন, ইমরান খান, ধনুষ ও ফ্যাশন ডিজাইনার স্নেহল খান সোনমের ভাল বন্ধু।

  তথ্য ৯

  তথ্য ৯

  বারাণসীতেই সোনমের সবচেয়ে বড় 'ফ্যান বেস' রয়েছে।

  তথ্য ১০

  তথ্য ১০

  বহুবার নিজের গ্ল্য়ামারাস ও স্টাইলিশ পোশাকের জন্য 'বেস্ট ড্রেসড', 'স্টাইল আইকন', 'ওয়ম্যান অফ দ্য ইয়ার'-এর পুরস্কার পেয়েছেন।

  তথ্য ১১

  তথ্য ১১

  মেয়ের অভিনয়ে খুশী বাবা অনিল কাপুর। শীঘ্রই মেয়ের সঙ্গে পর্দায় অভিনয় করার ইচ্ছেও রয়েছে অনিল কাপুরের।

  তথ্য ১২

  তথ্য ১২

  মেয়ের সঙ্গে একই ছবিতে অভিনয় করতে চাইলেও ছবিতে সোনমের বাবা হতে চান না অনিল কাপুর।

  তথ্য ১৩

  তথ্য ১৩

  সোনম প্রচন্ড ঠোঁটকাটা স্বভাবের। একবার তিনি বলেছিলেন, 'আর্ট ফিল্ম মানেই কেন যারা দেখতে ভাল না তাদের নেওয়া হবে। এর কোনও মানে হয় না। আর তাদের দেখতে ভাল নয় মানে এই নয় যে তারা ভাল অভিনেতা-অভিনেত্রী।' সোনমের এই কথায় ক্ষুণ্ণ হয়েছিলেন বলিউডের বহু অভিনেত্রীই।

  তথ্য ১৪

  তথ্য ১৪

  সোনম মনে করেন টেলিভিশনের রিয়্যালিটি শোগুলি ফালতু। তবুও এইসব উদ্ভট অনুষ্ঠানও রমরমিয়ে চলে। যদিও নিজের ছহিক প্রচারে একাধিক বার রিয়্যালিটি শো-এ অতিথি হিসাবে উপস্থিত থেকেছেন সোনম।

  তথ্য ১৫

  তথ্য ১৫

  একটি টেলিভিশন শো-এ সোনম বলেছেন, তিনি কোনও এক সময়ে রাজনীতিতে যোগ দিতে চান।

  তথ্য ১৬

  তথ্য ১৬

  নিজের কোনও বয়ফ্রেন্ডের নাম মনে নেই সোনমের।

  তথ্য ১৭

  তথ্য ১৭

  অভিনয় ছাড়াও একাধিক সমাজসেবা মূলক কাজ করেন সোনম।

  তথ্য ১৮

  তথ্য ১৮

  ভারতের বেস্ট ড্রেসড সেলিব্রিটিদের তালিকার উপরের দিকেই রয়েছেন সোনম।

  তথ্য ১৯

  তথ্য ১৯

  ফরাসী ব্র্যান্ড লরিয়্যালের মুখপাত্র হয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন সোনম।

  তথ্য ২০

  তথ্য ২০

  অর্জুন কাপুর সোনম কাপুরের জেঠতুতো ভাই। অন্যদিকে রণবীর সিং সোনমের মায়ের দিকের তুতো ভাই।

  তথ্য ২১

  তথ্য ২১

  ইংরাজি ও হিন্দি ছাড়াও উর্দু, পাঞ্জাবি ও মারাঠি ভাষা জানেন সোনম।

  তথ্য ২২

  তথ্য ২২

  সোনম প্রশিক্ষণপ্রাপ্ত শাস্ত্রীয় নৃত্যশিল্পী।

  তথ্য ২৩

  তথ্য ২৩

  ২০১৫ সালে পঞ্চমবার কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন সোনম।

  তথ্য ২৪

  তথ্য ২৪

  সোনমের কথায় তাঁর যে যে ব্র্যান্ডে ভরসা রয়েছে শুধুমাত্র তার বিজ্ঞাপনেই দেখা যায় তাকে। ইলেকট্রোলাক্স, স্পাইস মোবাইল, সেরা, লাক্স, কোলগেট ভিজিবল হোয়াইট, সিগনেচার, লরিয়্যাল, মন্ট ব্ল্যাঁ

  তথ্য ২৫

  তথ্য ২৫

  শুধু ফ্যাশন আইকন নন, ভারতে সোনম ইউথ আইকন হিসাবেও জনপ্রিয়।

  তথ্য ২৬

  তথ্য ২৬

  ঐশ্বর্য রাই বচ্চনকে সরাসরি 'আন্টি' বলে সবাইকে চমকে দিয়েছিলেন সোনম।

  তথ্য ২৭

  তথ্য ২৭

  করন জোহরের অনুষ্ঠানে করন তাঁকে শোভা দে-র বিষয়ে জিজ্ঞাসা করলে সোনম বলেন, কে শোভা দে? ওতো খারাপ বই লেখে।

  তথ্য ২৮

  তথ্য ২৮

  এর পরে আবারও শোভা দে -কে আক্রমণ করে সোনম বলেন, দয়া করে শোভা দে কে গুরুত্ব দিয়ে দেখবেন না। উনি আসলে ফসিল যার কাজ অবলুপ্ত হচ্ছে এবং নিজে ঋতুজরার মধ্যে দিয়ে যাচ্ছেন।

  তথ্য ২৯

  তথ্য ২৯

  প্লেয়ারস ছবির প্রচারে এসে সাংবাদিক সম্মেলনে মধ্যমা প্রদর্শন করে সবার নজরে পড়েছিলেন সোনম। এবং বলেছিলেন, আমি ঢাকাছোপায় বিশ্বাস করি না। তাই কেউ পছন্দ করল কী করল না আমার কিছু এসে যায় না। আমি শুধু চাই মানুষে আমার ছবি দেখতে আসুক। মধ্যমা প্রদর্শন আজকালকার তরুণ সমাজের একটা অঙ্গ।

  তথ্য ৩০

  তথ্য ৩০

  সোনম কাপুর, ক্যাটরিনা, রণবীর কাপুর, দীপিকা পাডুকোন তিনজনকেই তাদের স্টাইল স্টেটমেন্ট নিয়ে বা ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন।

  English summary
  B’day Spl: 29 Interesting Facts About Sonam Kapoor
  For Daily Alerts

  Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
  সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more