For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার রক্তাক্ত ইতিহাসের এই অধ্যায়কে তুলে ধরছে ছবি 'ফাগুন হাওয়ায়', চলছে শ্যুটিং

ভাষা আন্দোলন বাংলাদেশ তথা এবঙ্গের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। বাংলা ভাষা নিয়ে লড়াইয়ের এক অনন্য অধ্যায় দেখেছে সেই ঐতিহাসিক দিনগুলি।

  • |
Google Oneindia Bengali News

ভাষা আন্দোলন বাংলাদেশ তথা এবঙ্গের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। বাংলা ভাষা নিয়ে লড়াইয়ের এক অনন্য অধ্যায় দেখেছে সেই ঐতিহাসিক দিনগুলি। আর সেই অগ্নিগর্ভ সময়কেই এবার ফ্রেমবন্দি করতে চলেছে বাংলাদেশের ফিল্ম 'ফাগুন হাওয়ায়'। ছবিতে রয়েছেন বলিউড অভিনেতা যশপাল শর্মা।

বাংলার রক্তাক্ত ইতিহাসের এই অধ্যায়কে তুলে ধরছে ছবি ফাগুন হাওয়ায়, চলছে শ্যুটিং

[আরও পড়ুন: 'র‌্যাম্বো' রূপে ধরা দিতে চলেছেন টাইগার! তাঁর নয়া লুক দেখলে তাক লাগবে ][আরও পড়ুন: 'র‌্যাম্বো' রূপে ধরা দিতে চলেছেন টাইগার! তাঁর নয়া লুক দেখলে তাক লাগবে ]

বাংলাদেশের ১৯৫২ সালের পুরনো প্রেক্ষাপটকে সেলুলয়েড বন্দি করতে বেশ বেগ পেতে হচ্ছে ছির পরিচালক মঞ্জুরুল ইসলামকে। উল্লেখ্য, টিটো রহমানের 'বউ কথা কও' গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে বলিউড অভিনেতা যশপাল শর্মা রয়েছেন পাকিস্তানি এক পুলিশ কর্মীর ভূমিকায়।

ছবির শ্যুটিং এর কাজ এই মুহুর্তে পুরো গতিতেত চলছে। আপাতত ফিল্মের পুরো টিম পাইগাছায়। সেখানে তলছে শ্যুটিং। শ্যুটিং চলছে কে বি কে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনে। ছবিতে তুলে ধরা হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশের এক তরুণের কাহিনি।তিনি কীভাবে এই আন্দোলনে সামিল হয়ে সকলকে উজ্জিবীত করেন তাই নিয়েই মূল ছবি।

English summary
Bangladeshi film Fagun haway based on language revolution of bangladesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X