For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বেঙ্গালুরুর বানারঘাটায় বাড়ির পুজোর স্বাদ পাই', জানালেন 'সাথী' খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা

বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। যার মধ্যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর যে শহরে বাঙালি রয়েছে, সেই শহরে দুর্গোপুজোয় আলাদা আবেগের ছবি ধরা পড়বে না, তা আবার হয় নাকি!হোক না সেটা গার্ডেন সিটি

  • |
Google Oneindia Bengali News

কলকাতা থেকে ১৮০০ কিলোমিটার দূরে বেঙ্গালুরুর দুর্গোপুজো দেখতে এসে বাঙালি হিসেবে এমন একটা মুহূর্ত পাওয়া যেতে পারে ভাবা যায়না। বাঙালীর প্রাণের পুজো দুর্গোৎসবে কলকাতার মতোই জাঁকজমক ও উন্মদনায় মেতে বেঙ্গালুরু। সেই ছবিটাই ধরা পড়ল বানারঘাটা দুর্গা পুজোর মণ্ডপে।

বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। যার মধ্যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর যে শহরে বাঙালি রয়েছে, সেই শহরে দুর্গোপুজোয় আলাদা আবেগের ছবি ধরা পড়বে না, তা আবার হয় নাকি!হোক না সেটা গার্ডেন সিটি, হোক না সেটা ধোসা-ইডলির শহর! অষ্টমীর সকালে বানারঘাটা দুর্গা ফাউন্ডেশনের পুজোয় ছবিটা একেবারে যেন কলকাতার এক টুকরো আবাসন।

এখানকার উমার ডাকের সাজের রূপ আপনাকে মুগ্ধ করবে। এরপর মাইক্রোফোন হাতে পুরোহিতের মন্ত্রচারণ, সঙ্গে ঢাক , কাঁসর ধ্বনি। পুষ্পাঞ্জলিতে আট থেকে আশির ভিড় আর আরতির পর ভোগ খাওয়া, গোল করে চেয়ার পেতে দুপুরে বাঙালি আড্ডা। উমার উপাচার থেকে বাঙালি খানাপিনা,ভিন রাজ্য বেঙ্গালুরুর এ পুজোর আমেজ তিলোত্তমার পুজোকে যেন কয়েক গোল দিল! সেই সঙ্গে বিশেষ পাওনা অভিনেত্রী প্রিয়াঙ্কা। অষ্টমীর সকালটা এখানেই কাটালেন কন্নড় অভিনেত্রী।

বেঙ্গালুরুতে থাকলে এই পুজো কোনও বছর মিস করেন না 'সাথী' খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা। ২০০২ সালে জিতের সঙ্গে জুটিতে বাংলা সিনেমাপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছিলেন প্রিয়াঙ্কা। আজও টিভির পর্দায় সেই সিনেমায় বুঁদ হয়ে থাকে বাঙালি। শুধু 'সাথী' কেন, জিতের সঙ্গে জুটিতে 'সঙ্গী' সিনেমাতেও তাঁর অভিনয় মন কেড়েছিল। সেই প্রিয়াঙ্কাকেই পাওয়া গেল বেঙ্গালুরুর পুজোয়।

 বাংলার পাশাপাশি কন্নড় ছবিতে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা

বাংলার পাশাপাশি কন্নড় ছবিতে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা

২০০২-২০১১, বাংলা সিনেমার অভিনয় করে মনে কেড়েছেন প্রিয়াঙ্কা। সাথী দিয়ে টলিউডে জনপ্রিয়তা, উল্টো দিকে জিৎ। সুপারহিট 'সাথী' পরে জিতের সঙ্গে জুটিতে আরও এক সুপার হিট সঙ্গী। সেই সঙ্গে রয়েছে 'টক ঝাল মিষ্টি',' হ্যালো মেম সাহেব'-এর মতো একাধিক সিনেমা। শুধু বাংলাতে কেন, কন্নড় ছবির জগতে তাঁর বহু হিট সিনেমা রয়েছে। বর্তমানে কানাডা সিনেমায় অন্যতম জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি 'দেবাকী'।

বানারঘাটায় বাড়ির পুজোর স্বাদ পান, জানালেন প্রিয়াঙ্কা

এই পুজোয় বারেবারে আসেন কন্নড় অভিনেত্রী প্রিয়াঙ্কা। ওয়ান ইন্ডিয়াকে ঝরঝরে বাংলায় জানালেন, 'শেষবার শ্রীলঙ্কায় থাকায় এই পুজো মিস করেছি। এবার তাই অষ্টমীতে বানারঘাটায় ছুটে এলাম। বেঙ্গালুরুতে থাকলে এই পুজো কোনও দিনও মিস করিনা। এই পুজোয় আসলে বাড়ির পুজোর স্বাদ খুঁজে পাই। এই পুজোতে আমার আবেগ জড়িয়ে, পাঁচ বছর ধরে এই পুজোয় আসছি। অষ্টমীতে এখানেই অঞ্জলি দিলাম।'

ভিন রাজ্য বেঙ্গালুরের বানারঘাটা দুর্গা ফাউন্ডেশনের দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ

ভিন রাজ্য বেঙ্গালুরের বানারঘাটা দুর্গা ফাউন্ডেশনের দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ

চিরাচরিত পরম্পরা মেনে এখানে প্রতিবছর দুর্গাপুজো আয়োজন করা হয়। এবছর কলকাতা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা, ১৮ ফুটের বিশেষ জবার মালায় উমাকে সাজানো হয়েছে। এছাড়াও পুজোর জন্য লাদাখ থেকে এসেছে বিশেষ চামড়। এখানকার মাতৃমূর্তিকে বিশেষ পদ্মফুলের মালাতে সাজানো হয়েছে। বাঙালিয়ানায় ভরপুর বানারঘাটার পুজো।

<strong>[রানি-কাজল জুটিতে মাত মুম্বইয়ের 'মুখার্জি বাড়ির' রাজকীয় পুজো! ভিডিও ট্রেন্ডে ]</strong>[রানি-কাজল জুটিতে মাত মুম্বইয়ের 'মুখার্জি বাড়ির' রাজকীয় পুজো! ভিডিও ট্রেন্ডে ]

English summary
Bangalore durga puja 2019: home feeling at Bannerghatta Durga Foundation puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X