For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সেকেন্ড ক্লাস স্লিপার' এ মুম্বই এসেছিলেন,পরের ঘটনা কবিতায় লিখলেন জাতীয় পুরস্কার বিজয়ী আয়ুষ্মান

বাংলা তর্জমা করলে খানিকটা এরকম দাঁড়ায়, 'আজও সেই বর্ষণ, .. যখন প্রথমবার এসেছিলাম সেদিনও পড়েছে বৃষ্টি'। তিনি এই মুহূর্তে বলিউডের অন্যতম 'ম্যা ন অফ দ্য মোমেন্ট '।

  • |
Google Oneindia Bengali News

বাংলা তর্জমা করলে খানিকটা এরকম দাঁড়ায়, 'আজও সেই বর্ষণ, .. যখন প্রথমবার এসেছিলাম সেদিনও পড়েছে বৃষ্টি'। তিনি এই মুহূর্তে বলিউডের অন্যতম 'ম্যা ন অফ দ্য মোমেন্ট '। ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আয়ুষ্মান খুরানা নিজের বলিউড সফরের একটা বড় অধ্যায়কে মনগ্রাহী ছন্দের কবিতায় বেঁধে ফেলেছেন।

সেকেন্ড ক্লাস স্লিপার এ মুম্বই এসেছিলেন!পরের ঘটনা কবিতায় লিখলেন জাতীয় পুরস্কার বিজয়ী আয়ুষ্মান

আয়ুষ্মানের লেখা সেই কবিতা এই মুহূর্তে ইন্টারনেটে নেটিজেনদের আলোচনার অন্যতম বিষয়। যেখানে লেখা রয়েছে, মুম্বইয়ে আসবার জন্য সেকেন্ড ক্লাস স্লিপার ট্রেনে চড়ে তিনি কিভাবে পৌঁছেছিলেন মায়নগরীতে। যেদিন পৌঁছেছিলেন সেদিন কতটা বৃষ্টির দুর্যোগ ছিল। কতটা তাঁকে নিয়ে উদ্বিগ্ন ছিল তাঁর পরিবার। আর সমস্ত চড়াই উতরাই, প্রতিবন্ধকতাকে কাটিয়ে 'পাঞ্জাব দা শের' আয়ুষ্মান শেষমেশ খ্যাতির শিখরে। জিতে নিয়েছেন দেশের অন্যতম শ্রেষ্ঠ সম্মান, জাতীয় চল্লচিত্র পুকস্কারে সেরা অভিনেতা সম্মান।

তবে এই জাতীয় পুরস্কারের জন্য আয়ুষ্মান সেই সমস্ত বাধা বিপত্তি প্রতিবন্ধকতাকেই কৃতজ্ঞতা জানিয়েছেন, যা না থাকলে তাঁর এই সাফল্যের রাস্তা এতটা উজ্জ্বল হত না। আবেগঘন আয়ুষ্মানেক এই কবিতা আপাতত সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে।

English summary
Ayushmann Khurrana gets emotional with this poetry after winning national award.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X