আন্তর্জাতিক আঙিনায় আয়ুষ্মান! মহিলা উন্নয়নে নয়া ভূমিকায় 'ড্রিম গার্ল' স্টার
মহিলাদের ওপর অত্যাচার থেকে যৌন নির্যাতনের ঘটনা দিনের পর দিন চিন্তার ভাঁজ ফেলছে সমাজে। নারী নির্যাতন রুখতে সরকারের তরফে বহু উদ্যোগের পরও বিভিন্ন সময় নারী নিরাপত্তাকে নিয়ে প্রশ্ন তুলে একাধিক নির্মম কাণ্ড প্রকাশ্যে আসছে। এবার সেই সমস্ত সমস্যাকে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে গলা ফাটাতে চলেছেন আয়ুষ্মান খুরানা।

বলিউডের 'ড্রিম গার্ল' স্টার ইতিমধ্য়েই বক্স অফিসে বড় রানের ইনিংস খেলতে শুরু করেছেন। এবার ভারতীয় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে , বিশ্ব আঙিনায় সামাজিক দায়িত্ব পালনে দেখা যেতে চলেছে এই বলি স্টারকে। ইউনিসেফ ও কেন্দ্রীয় মহিলাও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে নারী উন্নয়নে এবার গলা ফাটাতে চলেছেন আয়ুষ্মান।
এর আগে, কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ বিভাগের উদ্যোগে পসকো আইন প্রচারে দেখা যায় আয়ুষ্মানকে। এবার দেশের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সংগঠন ইউনিসেফ-এর সঙ্গে আয়ুষ্মানের নাম যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত তারকার ফ্যানরা।
বাপ্পি লাহিড়ি-লেডি গাগা একসঙ্গে ডুয়েট-এ! আসছে নয়া চমক