For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা মামলার রায় ঘোষণা: বিনোদন দুনিয়ার সেলেবদের কী মত জেনে নিন

অযোধ্যা মামলার রায় ঘোষণা: বিনোদন দুনিয়ার সেলেবদের কী মত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

দেশের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়ে অযোধ্যার বিতর্কিত জমিতেই হবে রামমন্দির। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সহ পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রায় পড়ে শোনান। সেই সঙ্গে অযোধ্যার সীমানার মধ্যেই বিকল্প এলাকায় ৫ একর জমিতে তৈরি হবে মসজিদ। সেজন্য সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে ট্রাস্ট তৈরির নির্দেশ দিয়েছে।

এই রায়ে মামলার দুই পক্ষের দুই রকম প্রতিক্রিয়া। হিন্দু মহাসভার আইনজীবী বরুণ কুমার সিংহ বলেন এটি সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। রায়ের মধ্য়ে দিয়ে দেশের শীর্ষ আদালত ঐক্যের বার্তা দিয়েছে।'

অন্য দিকে শীর্ষ আদালতের সিদ্ধান্তের পর সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরাইব জিলানি বলেছেন, 'দেশের শীর্ষ আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাই।যদিও এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট নই।

সিদ্ধান্তের পর টুইটে শান্তি-শৃঙ্খলা বজার রাখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছে তামাম সেলেব মহল। সেই তালিকায় বিনোদন দুনিয়ার সেলেবরাও বাদ যাননি।

কী লিখলেন অনুপম খের

বলিউডের সিনিয়র অভিনেতা অনুপম খের লেখেন, 'ঈশ্বর-আল্লা তেরে নাম, সবকো সম্মতি দে ভগবান।' এই টুইটের মধ্য়ে দিয়ে পরোক্ষে দেশবাসীকে ঐক্য থাকতে বললেন খের।

সারা ভাস্কর

অভিনেত্রী সারা ভাস্কর টুইটে লিখেছেন, 'রঘুপতি রাঘব রাজা রাম, সবকো সম্মতি দে ভগবান!' জনপ্রিয় ভজনের এই লাইন ব্যবহার করে অনুপম খেরের মতো সারা ভাস্করও দেশবাসীকে শান্তি বজায় রাখতে বললেন।

ফারহান আখতার

সুপ্রিম কোর্টের এদিনের ইতিহাসিক রায়কে স্বাগত জানালেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। টুইটে সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি লিখলেন, 'দেশবাসীর সকলের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত।'

হুমা খুরেশি

জনপ্রিয় অভিনেত্রী হুমা খুরেশি লিখেছেন, 'দেশের শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। এবার ভারতীয় হিসেবে আমরা সবাই একসঙ্গে হাঁটব।

পরিচালক মধুর ভান্ডারকর

বলিউডের জনপ্রিয় পরিচালক মধুর ভান্ডারকর টুইটে লিখেছেন, শেষ পর্যন্ত ঐতিহাসিক রায়দান শেষ হল। এই রায়কে আমি স্বাগত জানাই।

English summary
Ayodhya Verdict 2019: From Anupam Kher to Farhan Akhtar, Swara Bhasker how B’wood react
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X