For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেল ফেরত আরিয়ানকে এক ঝলক দেখার ভিড়ে পকেটমারির রমরমা! চুরি ১০ টি মোবাইল

  • |
Google Oneindia Bengali News

ভক্তদের অন্ধ ভালোবাসার আঁচ বহু তারকাই বহু সময় টের পেয়েছেন। তবে তারকাদের জন্য ভক্তদের আত্মত্যাগের বহু নিদর্শন যুগ যুগ ধরে বেশি দেখা গিয়েছে। সেই তালিকায় যুক্ত হল এক নতুন পর্ব। কয়েকদিন আগেই শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মাদককাণ্ডে জেল থেকে ছাড়া পেয়েছেন। এনসিবির হাতে গত ২ রা অক্টোবর আটক হওয়ার পর ৩ রা অক্টোবর তিনি গ্রেফতার হন। এরপর শাহরুখের জন্মদিন ২ রা নভেম্বরের আগেই শনিবার জেল থেকে মুক্তি পান আরিয়ান। এদিকে, আরিয়ান যেদিন আর্থার রোড জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন, সেদিন জেলের সামনে থেকে শুরু করে শাহরুখের বাসভবন মন্নত পর্যন্ত প্রবল ভিড় ছিল। সেই ভিড়েই ১০ টি মোবাইল চুরি হয়েছে বলে খবর।

As Aryan Khan walked out of jail, people who gathered to see him got pickpockets.

এখনও পর্যন্ত মুম্বই পুলিশের কাছে সেদিনের ভিড়ে ১০ টি মোবাইল চুরির ঘটনা রেজিস্টার হয়েছে। জানা গিয়েছে, আর্থার রোড জেলের সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে গিয়েছে। মূলত, জেলের বাইরে বহু মানুষ শাহরুখ খানকে একবার সামনে থেকে দেখার আশায় দাঁড়িয়েছিলেন। এরপর সেখান থেকেই পর পর ১০ টি মোবাইল চুরি হয়ে যায় বলে জানা গিয়েছে। এদিকে মুম্বইতে শাহরুখের বাংলো এদিন সন্ধ্যে থেকেই রাজকীয় দিওয়ালির সাজে সেজে উঠেছে। গোটা 'মন্নত' কার্যত আলোর রোশনাইতে স্নান করে গিয়েছে এদিন। এদিকে, রাত পোহালেই ধনতেরাসের দিন পালিত হতে চলেছে শাহরুখ খানের জন্মদিন। আর শাহরুখের জন্মদিন ঘিরে এদিন রীতিমতো উত্তেজনা রয়েছে ফ্যানকূলে। মন্নত- এর অন্যতম বড় আয়োজন হয় শাহরুখের জন্মদিন ঘিরে। আর ২ রা নভেম্বরের জন্য সেদিকে মুখিয়ে রয়েছে শাহরুখ ভক্তরা। আরিয়ানের জেলমুক্তির পর শাহরুখ খান তাঁর জন্মদিন কীভাবে সেলিব্রেট করেন সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

এদিকে, শোনা যাচ্ছে, শাহরুখ খান তাঁর জন্মদিন সম্ভবত আলিবাগের বাংলোতে পালন করতে চলেছেন।উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বইয়ের একটি প্রমোদতরী থেকে আটক হয়ে পড়ে গ্রেফতার হন শাহরুখ পুত্র আরিয়ান খান। এনসিবির হাতে ধৃত এই স্টার পুত্র বহুদিন ধরে এনডিপিএস আদালতে জামিনের আবেদন করেও তা পাননি। পরে বম্বে হাইকোর্টে আবেদন করেন শাহরুখের পুত্র আরিয়ান খান। এরপর আইনজীবী মুকুল রোহতগির দুঁদে সওয়াল জবাবের পর বম্বে হাইকোর্ট জামিনে মুক্তি দেয় আরিয়ানকে। ১ লক্ষ টাকার জামিনে আরিয়ান মুক্তি পেলেও তাঁর কাছে রাখা হয়েছে বহু শর্ত। এনসিবির দফতরে প্রতি শুক্রবার যেতে হবে জামিনে মুক্ত আরিয়ানকে। উল্লেখ্য, জুহি চাওলা স্বাক্ষর করেন আরিয়ানের জামিনে।

English summary
As Aryan Khan walked out of jail, people who gathered to see him got pickpockets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X