For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরিয়ান খানের জামিন! দিওয়ালির আগে 'মন্নত' ফিরছেন শাহরুখ পুত্র

আরিয়ান খানের জামিন! দিওয়ালির আগে 'মন্নত' ফিরছেন শাহরুখ পুত্র

  • |
Google Oneindia Bengali News

'অন্তত গান্ধী জয়ন্তীর দিন মাদক নিয়ে রঙি পার্টি না করলেই পারতেন।' এনসিবির তরফে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অনিল সিং এদিন আরিয়ান খানের জামিনের মামলায় এমনভাবেই বক্তব্য রেখেছেন। উল্লেখ্য, গত ২ রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান সহ একাধিক জনকে আটক করে এনসিবি। পরবর্তীকালে তাঁদের গ্রেফতারি হয়। এরপর এনডিপিএস আদালতে মামলা চললেও জামিনের জন্য আরিয়ান আবেদন করেন বম্বে হাইকোর্টে। এই মামলায় যেমন এনসিবির তরফে দাপুটে আইনজীবীরা রয়েছেন, তেমনই আরিয়ান পক্ষের তরফেও সওয়াল করছেন বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি। এরপর এদিন জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। বম্বে হাইকোর্টের তরফে এদিন আরিয়ান খানকে জামিন দেওয়া হয়েছে মাদক মামলায়। আরিয়ানের পাশাপাশি মুনমুন ধমেচা ও আরবাজ মার্চেন্টও এদিন পেয়েছেন জামিন।

মাদক নিয়ে এনসিবির বার্তা

মাদক নিয়ে এনসিবির বার্তা

এদিকে মাদক সেবন নিয়ে এদিন এনসিবির তরফে বক্তব্য রাখতে গিয়ে আইনজীবী বলেন,'আরিয়ান মাদকের বিষয়ে জানতেন, আর তাঁদের দুজনে (আরবাজ ও আরিয়ান) এর জন্যই শুধু মাদক ছিল । ' এনসিবির তরপে সওয়াল করতে উঠে অনিল সিং বলেন, এটা জানা দরকার সেদিন মাদক কোথা থেকে পেয়েছিলেন আরিয়ান? ওই মাদক শুধু ব্যক্তিগত সেবনের জন্য ছিল না। তিনি জানিয়েছেন দুজনের হোয়াটস অ্যাপ চ্যাট এনসিবির কাছে রয়েছে।

জামিন নিয়ে বার্তা

জামিন নিয়ে বার্তা

মঙ্গলবারের পর বুধবার পর্যন্ত গড়িয়েছিল আরিয়ান খানের জামিনের মামলা নিয়ে বম্বে হাইকোর্টের শুনানি। তবে সেই দিনের পর মামলা বৃহস্পতিবার পর্যন্ত গড়িয়েছে। এদিন আদালতে এএসজি বলেন, এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী, জামিন হল ব্যতিক্রম। এই অপরাধ একটি জঘন্য অপরাধ।

 সমীরের বিরুদ্ধে প্রতারণা মামলা

সমীরের বিরুদ্ধে প্রতারণা মামলা

একদিকে বম্বে হাইকোর্টে চলছে আরিয়ান মামলার শুনানি চলছে, তখনই এক মুম্বইয়ের আইনজীবী জয়েশ ওয়ানি মুম্বইয়ের এমআরএ মার্গ পুলিশ স্টেশনে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, সমীর ওয়াংখেড়ে কোটায় চাকরি পেতে একজন দলিতের চাকরি আটকে দিয়েছেন। সমীরের বিরুদ্ধে কাস্ট সার্টিফিকেট জাল করার অভিযোগ রয়েছে।

আরবাজের কাছে কী ছিল জানতেন না আরিয়ান!

আরবাজের কাছে কী ছিল জানতেন না আরিয়ান!

এদিকে, এনসিবির তরফে যাবতীয় সওয়াল জবাব শোনার পর আরিয়ানের তরফে বক্তব্য পেশ করেন তাঁর আইনজীবী মুকুল রোহতগি। প্রথমত তাঁর দাবি ছিল যে, এনসিবি যে ষড়যন্ত্রের বক্তব্য রাখছে, তা প্রমাণ করতে হবে। তিনি জানান, যে রাতে রেভ পার্টি থেকে ধরা পড়েছেন আরিয়ান সেই রাতে আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি। আর তিনি আরবাজের সঙ্গে থাকলেও জানতেন না যে মাদক তাঁর কাছে আছে।

কিস্তিমাত করলেন মুকুল রোহতগি!

কিস্তিমাত করলেন মুকুল রোহতগি!

উল্লেখ্য, আরিয়ান খানের জামিনের মামলায় কার্যত আইনজীবী বদল করে কাঙ্খিত সাফল্য পেয়েছে শাহরুখ-শিবির। এমনই মত একাধিক বিশিষ্টজনের। দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগিকে আরিয়ানের হয়ে বম্বে হাইকোর্টের সওয়াল জবাব পর্বে আইজীবী হিসাবে বেছে নেন শাহরুখ। আর কার্যত এই দুঁদে আইনজীবীই সেটা করে দেখালেন যা ঠিক শাহরুখ চেয়েছিলেন! মন্নত-এর পথে ফিরিয়ে দিলেন আরিয়ানকে। ফলে শাহরুখের আইনজীবী বদলের স্ট্র্যাটেজি যে কামাল করেছে তা বলাই বাহুল্য।

কবে মন্নত ফিরছেন শাহরুখ পুত্র!

কবে মন্নত ফিরছেন শাহরুখ পুত্র!

এদিন আদালত কক্ষ থেকে বেরিয়ে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের তরফের আইনজীবী মুকুল রোহতগি জানিয়েছেন, আজ রাতে সম্ভবত আরিয়ানরা ফিরতে পারবেন না। সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে শুক্রবার কিম্বা শনিবার ঘরে ফিরতে পারবেন আরিয়ান খান। ফলে শাহরুখের বাংলো মন্নত-এ সম্ভবত এই সপ্তাহের শেষেই দেখা যাবে আরিয়ানকে। যে মন্নত ঘিরে দিওয়ালির রোশনাই আর উৎসবের উদযাপন বেশ খ্যাত মুম্বই নগরীতে, সেই মন্নত দিওয়ালিতে যে সেজে উঠবে তা বলাই বাহুল্য। এদিকে, আরিয়ান খানের জামিনের বিস্তারিত তথ্য আগামীকাল আদালত থেকে মিলবে বলে জানা গিয়েছে। তারপরই জেল থেকে তাঁদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। এদিকে, আরিয়ান জেলবন্দি থাকাকলীন বলিুডের বহু তারকাই শাহরুখ ও তাঁর পরিবারের পাশে দাঁড়ান। টুইটারে প্রকাশ্যে মুখ খোলেন হৃতিক থেকে মিকা সিংরা। এদিকে, ছেলে আরিয়ান ঘরে ফেরা পর্যন্ত মন্নত এ পায়েস রান্না নিষেধ করে দিয়েছিলেন মা গৌরী। এরপর আরিয়ান বহু আইনি লড়াই পার করে মাদক কাণ্ডে জামিন পেয়েছেন।

English summary
Aryan Khan bail case update: Bombay High Court grants Aryan Khan bail,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X