For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরিয়ান খানকাণ্ডের সাক্ষী কিরণ গোসাভি গ্রেফতার, মুখ খুললেন প্রভাকরকে নিয়ে

  • |
Google Oneindia Bengali News

২ রা অক্টোবর মুম্বইয়ের প্রমোদতরী থেকে আটক হয়েছেন আরিয়ান খান সহ একাধিক জন। এরপর তাঁরা গ্রেফতার হন। এনসিবির তরফে এই গোটা অভিযানে নিরপেক্ষ সাক্ষী হিসাবে উঠে আসে কেপি গোসাভির নাম। যিনি নিজেকে প্রাইভেট ডিটেক্টিভ বলে পরিচয় দেন। প্রসঙ্গত, ২ রা অক্টোবর রাতে আরিয়ানের সঙ্গে কেপি গোসাভির সেলফি ভাইরাল হতে থাকে। এরপর থেকেই তিনি নিখোঁজ। পরবর্তীকালে এদিন পুনে থেকে তাঁকে ২০১৮ সালের এক প্রতারণা মামলায় গ্রেফতার করে পুলিশ। আরিয়ান খান কাণ্ডে এই গ্রেফতারি ঘিরে এক চাঞ্চল্যকর মোড় উঠে আসছে বলে মনে করছেন অনেকেই।

 আত্মসমর্পণের ইঙ্গিতের পর গ্রেফতারি

আত্মসমর্পণের ইঙ্গিতের পর গ্রেফতারি

আরিয়ান খানকাণ্ডের প্রতিটি পরতেই নতুন নতুন মোড় দেখা যাচ্ছে। মাদক মামলায় গ্রেফতার আরিয়ান খানের জামিনের আবেদন নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে, তখনই তাঁর মাদক মামলায় অন্যতম সাক্ষী কেপি গোসাভিকে পুনে থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, এর তিন দিন আগে গোসাভি জানিয়েছিলেন তাঁকে উত্তর প্রদেশের লখনউতে আত্মসমর্পণ করার কথা বলা হয়েছে। তারপর এই গ্রেফতারি। এদিকেে, কয়েকদিন আগেই আরিয়ান খান কাণ্ডে গোসাভির ঘনিষ্ঠ প্রভাকর সইল আর্থিক লেনদেন নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি ২৫ কোটি টাকার 'সেটলমেন্ট' ইস্যু নিয়েও সরব হন। এই পরিস্থিতিতে গোসাভির গ্রেফতারি বড় ইস্যু।

 প্রভাকরকে নিয়ে বিস্ফোরক বার্তা

প্রভাকরকে নিয়ে বিস্ফোরক বার্তা

এদিকে গোসাভির ঘনিষ্ঠ প্রভাকর সইল কয়েকদিন আগে অভিযোগে জানিয়েছেন ২৫ কোটি চাকার সেটলমেন্ট ইস্যু আরিয়ান খান ইস্যুতে উঠে আসে। এরপরই এক ভাইরাল ভি়ডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া) দেখা যায় যে রাতে আরিয়ান আটক হয়েছেন , সেই রাতে এনসিবির দফতরে গোসাভির ফোনে স্পিকার অন করে কারোর সঙ্গে কথা বলছেন আরিয়ান। এই ভিডিও শেয়ার করতে দেখা যায় শিবসেনার তরফে সঞ্জয় রাউতকে। এদিকে যে প্রভাকর সইল গোসাভির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, এদিন সেই প্রভাকরের বিরুদ্ধে বিষোদ্গার করেন গোসাভি। তিনি বলেন, প্রভাকরের মোবাইল চ্যাট ঘেঁটে দেখা হোক যে, তিনি কত ধরনের প্রস্তাব পেয়েছেন।

সইলের অভিযোগ

সইলের অভিযোগ

এদিকে প্রভাকর সইলের অভিযোগ ছিল যে, শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে বহু সময়ে গোসাভির বৈঠক হতে দেখেছেন তিনি। এদিকে গোসাভির দাবি প্রভাকর সইল গত ৫ দিনে এই ইস্যুতে বহু প্রস্তাব পেয়েছেন। সাক্ষীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই এদিন ফের একবার আরিয়ান খানকাণ্ডে বম্বে হাাইকোর্টে শুনানি রয়েছে। সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

 কেন নিখোঁজ ছিলেন গোসাভি?

কেন নিখোঁজ ছিলেন গোসাভি?

উল্লেখ্য, জানা গিয়েছে, আরিয়ান খান কাণ্ডের পর থেকেই কার্যত নিখোঁজ ছিলেন গোসাভি। মূলত সেলফিতে আরিয়ানের সঙ্গে গোসাভিকে দেখা যেতেই বহু আলোচনা শুরু হয়। এদিকে ২০১৮ সালের এক প্রতারণ মামলায় গোসাভির বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে পুনে পুলিশ। এই পরিস্থিতিতে গোসাভিকে ঘিরে ক্রমেই ঘুরছে ঘটনা পরম্পরার মোড়।

English summary
Kiran Gosavi arrest:Aryan Khan case witness Kiran Gosavi arrested from Pune, know what he said after getting arrested.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X