For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরিয়ানকাণ্ডে বহু কোটি টাকার 'সেটলমেন্ট' ইস্যু নিয়ে বিস্ফোরক দাবি প্রত্যক্ষদর্শীর , ফের চাঞ্চল্য শুরু

  • |
Google Oneindia Bengali News

মামলা নিয়ে কোর্টে শুনাানির সময় এনসিবি জানিয়েছিল যে এই মামলা যেন শার্লক হোমসের কাহিনি। প্রতিটি পরতে রয়েছে নয়া রহস্য, নয়া মোড়। আরিয়ান খানকাণ্ডে এই মুহূর্তে রীতিমতো তোলপাড় মুম্বই। বলিউডেও এই কাণ্ডের ছায়া পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই অপর স্টার কিড তথা অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে এই মামলায় ডেকে পাঠানো হয়েছে এনসিবির জিজ্ঞাসাবদের জন্য। এদিতে, আজ আরিয়ান মামলার জামিনের শুনানি বম্বে হাইকোর্টে। সেদিকে যখন সকলে তাকিয়ে,তখনই এই মামলায় এক প্রত্যক্ষদর্শী বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি , এই মামলায় ২৫ কোটি টাকার সেটলমেন্ট ঘিরে শাহরুখের ম্যানেজারের কাছে গিয়েছিল প্রস্তাব। ওই অভিযোগ উঠতেই তা নিয়ে চলেছে তুমুল তোলপাড়।

বিস্ফোরক দাবি

বিস্ফোরক দাবি

আরিয়ান খান কাণ্ডে প্রতি মুহূর্তে বিভিন্ন দিকে ঘুরে যাচ্ছে মামলার গতি। ইতিমধ্যেই জনৈক কিরণ গোসাভির ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা শোনা যাচ্ছে। বহুদিন ধরে তাঁরা গা ঢাকা দিয়ে থাকার মিডিয়া রিপোর্টে সামনে আসছে। এদিকে, তাঁকে ঘিরে রহস্য তৈরি হতেই তাঁর ঘনিষ্ঠ প্রভাকর সইল অভিযোগ করেছেন, সাদা পাতাতে গোসাভিকে সাক্ষর করিয়ে নিয়েছে এনসিবি। এদিকে, তারপর মদককাণ্ডে আরও এক প্রত্যক্ষদর্শীর দাবি, শাহরুখের ম্যানেজারের সঙ্গে ২৫ কোটি টাকার সেটলমেন্টের কথা হয়েছে। এই ঘটনায় জড়িত গোসভি। উল্লেখ্য, এই গোসাভির সঙ্গেই আরিয়ানের সেলফি ভাইরাল হয়।

 ২৫ কোটি থেকে ১৮ কোটি!

২৫ কোটি থেকে ১৮ কোটি!

এক বিস্ফরোক দাবিতে মাদককাণ্ডে সাক্ষীর অভিযোগ, নিজেকে প্রাইভেট ইনভেস্টিগেটার হিসাবে চিহ্নিত করা কেপি গোসাভি শাহরুখ খানের ছেলে আরিয়ানের মুক্তির জন্য ২৫ কোটি টাকার সেটলমেন্ট পরিকল্পনা করছিলেন। শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকে এই পরিমাণ টাকা দেওয়ার বিষয়ে আলোচনা চলেছে বলেও অভিযোগ ওঠে। সেই সেটলমেন্টের অর্থ ২৫ কোটি থেকে ১৮ কোটিতে নামিয়ে আনার বার্তাও দেওয়া হয়েছে , বলে অভিযোগ।

 কী বলছেন গোসাভি ঘনিষ্ঠ ?

কী বলছেন গোসাভি ঘনিষ্ঠ ?

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কেপি গোসাভি বলেছেন, 'আমার কোনও ধারণা ছিল না যে আমি একজন প্রত্যক্ষদর্শী। আমাকে এনসিবি অফিস থেকে ডেকে পাঠানো হয়েছিল আর তাই আমি সেখানে যাই। আর আমাাকে একটি পেপারে সাক্ষর করতে বলা হয়। ' এরপরই তাঁকে প্রশ্ন করা হয় যে, কেন তিনি তখনই এই ঘটনার প্রতিবাদ করেননি? উত্তরে গোসাভির ঘনিষ্ঠ সইল জানান যে, সেখানে এতজন অফিশিয়াল ছিলেন যে আমি কোনও মতেই মুখ খুলতে পারিনি।

এনসিবি হেফাজতে কেমনভাবে রাখা হয়েছিল আরিয়নকে?

এনসিবি হেফাজতে কেমনভাবে রাখা হয়েছিল আরিয়নকে?

প্রভাকর সইল জানিয়েছেন, যে রাতে আরিয়ানদের আটক করা হয় সেই রাতে তাঁকে এনসিবি দফতরে ডেকে পাঠানো হয়। তাঁর অভিযোগ, সেই সময় তিনি সাদা পাতায় সাক্ষর করানোর পর অভিযুক্তদের দেখতে দেওয়া হয়। তিনি তখনই দেখেন শাহরুখ পুত্র আরিয়ানকে। তখনই তিনি দেখেন বাকি অভিযুক্তদের থেকে আলাদা রাখা হয় আরিয়ান খানকে। এদিকে, তিনি শাহরুখের ম্যানেজার ও গোসভির মধ্যে গোপন বৈঠক হতে দেখেছেন বলে দাবি করেছেন গোসাভি ঘনিষ্ঠ প্রভাকর। তাঁর দাবি আপাতত তিনি প্রাণ নাশের ভয় পাচ্ছেন।

English summary
Aryan Khan case latest news: know what one of the ncb witness alleges. plan for 25 Crore settlement came into light.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X