For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব আইন প্রসঙ্গে শাহরুখ-সালমান-আমির নীরব থাকায় খোঁচা আর্টিকেল ১৫ এর পরিচালকের

নাগরিকত্ব আইন প্রসঙ্গে শাহরুখ-সালমান-আমির নীরব থাকায় খোঁচা আর্টিকেল ১৫ এর পরিচালকের

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হয়েছে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র-যুব-শিক্ষক, সিএএ এর প্রতিবাদে পথে নেমেছে প্রত্যেকেই। বলিউডের অনেকেই এই আইনের বিরোধিতা করলেও একপ্রকার নীরব দর্শকের ভূমিকায় বলিউডের বিখ্যাত অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে। গত সপ্তাহেই বলিউডের বিখ্যাত পরিচালক অনুভব সিংহ সিএএ এর বিরুদ্ধে মুখ খোলেন। পাশাপাশি তিনি বলিউডের তিন খানের নীরব থাকা নিয়েও প্ৰশ্ন করেন।

নাগরিকত্ব আইন প্রসঙ্গে শাহরুখ-সালমান-আমির নীরব থাকায় খোঁচা আর্টিকেল ১৫ এর পরিচালকের

সোশ্যাল মিডিয়া সহ নাগরিক সমাজে শাহরুখ , সালমান, এবং আমির খানের জনপ্রিয়তা তুঙ্গে। সিএএ নিয়ে তাদের নীরব ভূমিকা দেখে হতাশ হয়েছে অনেকেই। হতাশ আর্টিকেল ১৫ এর পরিচালক অনুভব সিংহ। তবে তিন খানের মুখ না খোলার বিষয়ে পরিচালক বলেন যে অসহিষ্ণুতা ব্যাপারে মুখ খোলায় যেভাবে হেনস্থার স্বীকার হতে হয়েছিল শাহরুখ খানকে তাই হয়তো তিনি নীরব আছেন। আমির খানকেও একবার এইসব কারণে এক ব্যবসায়িক চুক্তি হারাতে হয়েছিল।

তবে এই প্রসঙ্গে তিনি বলেন যে কেউ প্রতিবাদ করলে এই সমাজ তাকে তার ধর্ম দিয়ে বিচার করতে থাকে। তিন খানের নীরব থাকার ব্যাপারে তিনি বলেন, "চুপ করে থাকাটা মানুষের মৌলিক অধিকার তবে সেটি অবশ্যই সাধারণ পরিস্থিতিতে। সম্প্রতি যা কিছু ঘটছে, তার কোনোটাই অবশ্য সাধারণ পরিস্থিতি না।" টুইটারে ৩৯ মিলিয়ন অনুগামী থাকা শাহরুখ খানকে গত গান্ধী জয়ন্তীর সময় মোদীর সাথে কাঁধ মেলাতে দেখা যায় বলেও ক্ষোভ প্রকাশ করেন আর্টিকেল-১৫ এর পরিচালক।

শুধু এই তিন খান নয়, সিএএ নিয়ে এখনও সেইভাবে কোনও হেলদোল নেই বলিউডের ফারহান আখতার, পরিনীতি চোপড়া, আলিয়া ভাট, রাজকুমার রাও, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, সহ একাধিক অভিনেতা অভিনেত্রীর।

অনলাইনে ফর্ম পূরণ নিয়ে হুঁশিয়ারি! রাস্তায় নেমে বাম-কংগ্রেসের ধর্মঘটের বিরোধিতা, বললেন অনুব্রতঅনলাইনে ফর্ম পূরণ নিয়ে হুঁশিয়ারি! রাস্তায় নেমে বাম-কংগ্রেসের ধর্মঘটের বিরোধিতা, বললেন অনুব্রত

English summary
Why three Bollywood khan silent over citizenship laws? The director of Article 15 replied,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X