For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্জুনের 'পানিপথ' নয়া বিতর্কে! রাজস্থানে শুরু বিক্ষোভ

বলিউড এর আগে দেখেছে,'পদ্মাবত' থেকে 'মনিকর্ণিকা ' ছবি ঘিরে বড়সড় বিতর্ক। এবার সেই বিতর্কিত ছবির তালিকায় নাম লেখাল অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত অভিনীত 'পানিপত'। রাজস্থানে ছবি ঘিরে শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ।

  • |
Google Oneindia Bengali News

বলিউড এর আগে দেখেছে,'পদ্মাবত' থেকে 'মনিকর্ণিকা ' ছবি ঘিরে বড়সড় বিতর্ক। এবার সেই বিতর্কিত ছবির তালিকায় নাম লেখাল অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত অভিনীত 'পানিপত'। রাজস্থানে ছবি ঘিরে শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। প্রসঙ্গত, ছবি মুক্তির আগে থেকেই এই ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবি ছিল সংলাপ ঘিরে একাধিক বিতর্কে।

অর্জুনের পানিপথ নয়া বিতর্কে! রাজস্থানে শুরু বিক্ষোভ

পানিপতের তৃতীয় যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে ছবি 'পানিপত'। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবিতে আফগান সম্রাট আহমদ শাহ আবদালির চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত , মারাঠা সেনাপতি সদাশিব রাওয়ের ভূমিকায় রয়েছেন অর্জুন কাপুর। ছবিতে দেখানো হয়েছে যে, যখন আফগান সম্রাট আবদালি ভারত আক্রমণ করেন, তখন রাজস্থানের মহারাজ সুরজমলের সাহায্য চাইতে গিয়েছিলেন মারাঠা যোদ্ধা সদাশিব রাও। আর সেই সাহায্যের জন্য রাজস্থানের মহারাজ একটি কঠিন শর্ত দেন। সুরজমলের সেই শর্ত সদাশিব মানেননি। আর ছবিতে দেখানো এই চিত্রনাট্য নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় রাজস্থানীরা।

রাজস্থানের স্থানীয় বাসিন্দাদের দাবি, মহারাজ সুরজমলের চরিত্রকে ভুলভাবে তুলে ধরা হয়েছে ছবিতে। রাজপুত এঅই মহারাজ সম্পর্কে 'পানিপত' ছবিটি ভুল বার্তা দিচ্ছে বলে দাবি করেছে রাজস্থানের স্থানীয় মানুষ। প্রসঙ্গত, 'পানিপত' ছবিটি মুক্তির দিন শুধুমাত্র ৪ কোটি টাকার বাজার করতে পেরেছে। সেদিক দিয়ে দেখতে গেলে ছবির শুরুতেই মুখ থুবড়ে পড়েছে পানিপত।

ফ্যানের মৃত্যুতে মেগাস্টারের চোখে জল! বন্ধ রইল ফিল্মের টিজার মুক্তিফ্যানের মৃত্যুতে মেগাস্টারের চোখে জল! বন্ধ রইল ফিল্মের টিজার মুক্তি

English summary
Arjun Kapoor film KPanipat lands in Trouble in Rajasthan .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X