For Quick Alerts
For Daily Alerts
জয় হো ছবিকে আইনি নোটিশ এ আর রহমানের

স্লামডগ মিলেনিয়ার ছবিতে এ আর রহমানের কম্পোজ করা গান জয় হো অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। বিশ্বস্তরে এই গানটি বহুল প্রশংসিতও হয়েছিল। রহমানের বক্তব্য, তাঁর গানের রচনা ছবিতে ব্যবহার করার আগে কেউ তাঁর অনুমতি নেননি। ফলে তা রচনা চুরিরই সামিল। সেই কারণেই জয় হো ছবির প্রোডাকশন হাউসের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
আগামী বছর ২৪ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবিতে অভিনয় করছেন সলমান খান এবং তাবু। তামিল ছবি স্তেলিন এর হিন্দি রিমিক এই ছবি। মূলত অ্যাকশন ড্রামা।