For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আজকাল সিনেমা নিয়ে যা হচ্ছে.. ভুলে যাওয়া ভালো', কলকাতা ফিল্মফেস্ট-এ ক্ষোভ প্রকাশ জয়ার

মুম্বইয়ের 'ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন' এর উদ্যোগে কলকাতা চলচ্চিত্র উৎসবে 'অপু ট্রিলজি' -র বিশেষ প্রদর্শন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যজিতের 'অপু' সৌমিত্র চট্টোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের 'ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন' এর উদ্যোগে কলকাতা চলচ্চিত্র উৎসবে 'অপু ট্রিলজি' -র বিশেষ প্রদর্শন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যজিতের 'অপু' সৌমিত্র চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন অভিনেত্রী জয়া বচ্চন ,রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপধ্যায় সহ অনেকে।

'অপু ট্রিলজি' রেস্টোরেশন

ইতালির বোলেনিয়াতে প্রায় আড়াই বছরের চেষ্টায় 'পথের পাঁচালি', ' অপরাজিত','অপুর সংসার' ছবির রেস্টোরেশন হয়। তারপর এই প্রথম বড় পর্দায় এদেশের বুকে প্রদর্শিত হয় এই ছবি। আর সেই প্রদর্শনী উপলক্ষ্যে কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির ছিলেন সত্যজিরে 'অপু' সৌমিত্র চট্টোপাধ্যায়।

রেস্টোরেশনের নেপথ্যে কারা?

এই রেস্টোরেশনের নেপথ্যে রয়েছে মফিল্ম হেরিটেজ ফাইন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে হাজির ছিলেন শিবেন্দ্র সিং দুঙ্গারপুর সহ অনেকে। অনুষ্ঠানে এদিন , শিবেন্দ্র জানান জয়া বচ্চনের অনুপ্রেরণাতেই দেশ জোড়া ফিল্ম 'রেস্টোরেশন'-এর কাজ চলছে।

জয়া বচ্চন যা বললেন..

ভারতীয় চলচ্চিত্র নিয়ে এদিন বক্তব্য রাখতে গিয়ে জয়া বচ্চন বলেন, '.. আজকাল সিনেমা বলতে যা হচ্ছে, এখানে কেন সব রাজ্যে , সব ভাষায়, তা কতটা সংরক্ষণের জরকার জানি না। মনে হয় বেশিরভাগ ভুলে যাওয়া ভালো। ..' পাশাপাশি তিনি বাংলা চলচ্চিত্রে কৃষ্টি ও সৃষ্টিশীলতার কথা উল্লেখ করেন। মঞ্চে উপস্থিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন '.. আর দেরি নয় তোমাদের শিগগির কাজ শুরু করতে হবে'।

মজার ছলে জয়া..

এদিন অবশ্য কেবলমাত্র গম্ভীর মেজাজেই তাঁকে পাওয়া যায়নি। এদিন মজার ছলে বক্তব্যের শুরুতেই জয়া বলে নেন 'মাথার সব চুল সাদা হয়ে গিয়েছে তাও সৌমিত্র আঙ্কল ডাকতে হচ্ছে'।

English summary
Apu Triology restored at KIFF, here what jaya Bachchan said. jaya bachchan took on new age films at kolkata international film festival.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X