For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরছে অপু! বলিউড পরিচালকের হাত ধরে সেলুলয়েড বন্দি হবে কাহিনি

ষাটটা বছর পেরিয়ে গিয়েছে। বাঙালিকে এত বছর ধরে অপেক্ষায় রেখেছিল এই চরিত্রটি! ফিরতে সময় লাগলেও, শেষমেশ ফিরছে অপু! আর অপুর ফেরার খবরই উস্কে দিচ্ছে বাঙালির নস্টালজিয়া।

  • |
Google Oneindia Bengali News

ষাটটা বছর পেরিয়ে গিয়েছে। বাঙালিকে এত বছর ধরে অপেক্ষায় রেখেছিল এই চরিত্রটি! ফিরতে সময় লাগলেও, শেষমেশ ফিরছে অপু! আর অপুর ফেরার খবরই উস্কে দিচ্ছে বাঙালির নস্টালজিয়া। 'অপু' কি যতটা বিভূতিভূষণের ততটাই সত্যজিতের? এনিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে আপাতত বিতর্ক সরিয়ে জানিয়ে রাখা ভালো আবারও সেলুলয়েডে বন্দি হচ্ছে অপুর গল্প।

ফিরছে অপু! বলিউড পরিচালকের হাত ধরে সেলুলয়েড বন্দি হবে কাহিনি

'অপুর সংসার' ঠিক যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে 'অভিযাত্রিক'। বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্য়ায়ের 'অপরাজিত' উপন্যাসের বাকি ৪০ শতাংশ নিয়ে শুরু হচ্ছে শুভ্রজিৎ মিত্রর নতুন ছবি 'অভিযাত্রিক'। বলিউড পরিচালক মধুর ভান্ডারকর ছবির অন্যতম প্রযোজক। উল্লেখ্য, 'অপরাজিত' উপন্যাসের যে অংশ সত্যজিতের ছবিতে উঠে এসেছে তার পরের অংশ নিয়ে অপুর পথ চলার কথা বলবে 'অভিযাত্রিক'।

অপু মানে..সাদা কাশবন আর সেখানে অবাক সারল্য নিয়ে দিদির হাত ধরে দাঁড়িয়ে থাকা এক বালক। অপু মানে..সংসারের যাবতীয় কিছু হারিয়েও শুধু 'বাবা' ডাক শোনার পরিতৃপ্তির হাসি এক তরুণের চোখে মুখে... আর বাঙালির অপু মানে সৌমিত্র চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, 'অভিযাত্রিক' এর স্টার কাস্ট নিয়ে এখনও কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে শ্যুটিং হতে চলেছে, বোলপুর, টাকি, উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায়। ৪০ এর দশকের প্রেক্ষাপটে আরও একবার অপুকে দেখতে এবার অপেক্ষা 'অভিযাত্রিক' (ওয়ান্ডারলাস্ট অফ অপু-ইংরাজি টাইটেল)ঘিরে।

English summary
Apu’ is returning after 60 years in silver screen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X