সোনু সুদই শুধু নন! বলিউডের একাধিক তারকা নীরবে আর্তের সাহায্য করে যাচ্ছেন
ওড়িশার মুখ্যমন্ত্রী থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল, সকলেই সোনু সুদের প্রশংসায় পঞ্চমুখ। যেভাবে আটকে পড়া শ্রমিক ও দরিদ্রদের ঘরে ফেরানোর দায়িত্ব নিয়েছেন বলিউডে অভিনেতা সোনু সুদ, তাতে গোটা দেশ তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তবে শুধু সোনু নন, বলিউডের একাধিক তারকা সাহায্য করে যাচ্ছেন দুস্থদের।

বরুণ ধওয়ান
চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের খাবার যোগানের মতো কাজে হাত লাগিয়েছেন বরুণ। এদিকে আত্রের সেবায় দরিদ্রদের খাবার যোগানও দিচ্ছেন বরুণ ধওয়ান।

অমিতাভ বচ্চন
নীরবে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চনও। তাঁর সংস্থা এবিসিএল থেকে রান্না করা খাবার গরিবদের জন্য দেওয়া হচ্ছে বলে খবর। নীরবে তিনি পিপিই-ও দান করে যাচ্ছেন প্রয়োজনীয় জায়গায়।

বিকাশ খান্না
শেফ বিকাশ খান্না বারবার আপাতত দেশের ৭৯ টি শহরের মানুষকে খাবার বিলি করেছেন। নিউ ইয়র্কে বসে তিনি নিজের সমস্ত কর্ম ক্ষমতা কাজে লাগিয়ে এই কাজ করে চলেছেন নীরবে।

প্রকাশ রাজ
অভিনেতা প্রকাশ রাজ তাঁর অফিসের সমস্ত কর্মীকে অ্যাডভন্সে বেতন দিয়েছেন। ১০০০ পরিবারকে অত্যাবশ্যকীয় জিনিসপত্র যুগিয়ে যাচ্ছেন তিনি।

রজনীকান্ত
তাঁকে দক্ষিণ ভারতে অনেকেই থালাইভা জ্ঞানে পুজো করেন! আর বিপদের সময় তিনি বুঝিয়ে দিচ্ছেন যে , কেন তাঁকে থালাইভা বলা হয়! সুপারস্টার রজনীকান্ত দক্ষিণের ফিল্ম ফেডারেশনকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন, যাতে টেকনিশিয়ান বা কলাকুশলীদের সমস্যা না হয়। এছাড়াও নদিগর সঙ্গম এলাকার ১০০০ পরিবারের দায়িত্ব তিনি নিয়েছেন।

১১ ডিজিটের মোবাইল নম্বর! প্রকাশিত খবর উড়িয়ে দিল ট্রাই