For Quick Alerts
For Daily Alerts
মা হতে চলেছেন অনুষ্কা! কোহলি পরিবারের 'বিরাট' খবরটি দিলেন কে
লকডাউনের মধ্যে, করোনার আবহে চারিদিকের দুঃসংবাদের মধ্যে এল এক সুসংবাদ। এবার মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। আর এদিন এই খবর ঘিরে একাধিক তথ্য ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিলে তাঁর স্বামী বিরাট।

এক টুইটে অনুষ্কার সঙ্গে তাঁর ছবি শেয়ার করে বিরাট জানিয়েছেন আগামী ২০২১ সালের জানুয়ারি মাসে কোহলি পরিবারের ঘর আলো করে আসছে নবাগত। উল্লেখ্য, এই খবর সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় আসতেই যতটা উচ্ছ্বসিত অনুষ্কার ভক্তরা ,ততটাই খুশি বিরাটের ফ্যানকূল। সবমিলিয়ে আপাতত এই সেলেব দম্পতিকে নিয়ে নেট পাড়া এদিন সকাল থেকেই উচ্ছ্বসিত হতে থাকে।
বিরাট এদিন একটি টুইটে অনুষ্কার সঙ্গে তাঁর ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে কালো গাউনে অনুষ্কা আরও বেশি ঝলমলে। এমনকি বেবি বাম্পও শো করেছেন বলিউডের তারকা অভিনেত্রী। সবমিলিয়ে আপাতত দারুণ খুশির হাওয়া শর্মা ও কোহলি পরিবারে।